আমাদের কথা খুঁজে নিন

   

বেল পাকলে কাকের কি??

আপনাকে ধন্যবাদ,এখানে আসার জন্য অনেক দিন আগে একটা জোক্স পড়সিলাম । নাসির উদ্দিন হোজ্জার । গল্পটা হইল,হোজ্জার বাড়িতে কাজ চলছে । ছাদ থেকে পানি পড়ে । তো মিস্ত্রি কাজ করছে বেশ জোরে সোরেই ।

এমন সময় হোজ্জার সুন্দরী পুত্র বধু গোসল সেরে বাইরে আসল চুল শুকাতে । পুত্র বঁধু এতই সুন্দর ছিল যে মিস্ত্রি তার কাজ বাদ দিয়ে ওই পুত্র বঁধুর দিকেই তাকিয়ে থাকল । পুত্রবধূ এত কিছু খেয়াল করে নাই । সে নিজের মত করে চুল থেকে পানি ঝারছে । তো বিষয়টা হোজ্জার দৃষ্টিগোচর হওয়াতে হোজ্জা তখন বলল কি হে ছোকড়া,বেল পাকলে কাকের কি? এরপর ছোকরা কাজে মন দিল ।

তো গল্পটা আমি এই কারণে বললাম যে আমাদের হইল সেই মিস্ত্রির মত অবস্থা । নিজ দেশের ফুটবলের কোন খবর রাখি না , কোথাকার কোন বায়ার্ন আর বার্সেলোনার ম্যাচ নিয়ে ফাল পাড়তেসি । এদের যেই জিতুক আমাদের তো কোন লাভ আল্টিমেটলি হইতেসে না । হইতেসে কি? সেদিন আমার দুই বাচ্চা বন্ধু কে দেখলাম দুইটা টিম নিয়া মারামারি লাগাইসে । এসবের কোন মানে হয়??অথচ আমাদের এই বাংলাদেশ কে যে অন্যায় ভাবে এ এফ সি চ্যালেঞ্জ কাপ থেকে বাদ দিয়ে দেওয়া হইল ওইটা নিয়া তো কারো মাথা ব্যাথা নাই ।

সাধে কি বলি বেল পাকলে কাকের কি??আরে ভাই,আগে ঘর,তারপর তো পর । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।