সারাটা গোলাপ বিছানো পথে;
স্বপ্ন ঘোর লাগা চোখে,
অবাক উচ্ছাসে!
জোৎস্না ভেঁজা রাতে;
সিহরণ জাগানিয়া বুকে,
উৎসবের সময় আসে।
সার বেধে বেহালা বাদক দল;
সাথে বাশের বাঁশি,
উন্মাতাল অনিলের ছুটোছুটি।
মুছে ফেলো চোখের জল;
ভালবাসি বলেই মুখে রাখো হাসি,
আজ তাহলে হয়ে যাক মুগ্ধতা বাটাবাটি।
পথটির শেষ সাগরের প্রান্তরে;
ক্ষণে ক্ষণে সাগরের জল তরঙ্গ,
দৌড়ে এসে আঁছড়ে পর বুকে।
আমরাই মুখ্য আজকের আসরে;
কত কত মানুষ দিচ্ছে আজ সঙ্গ,
আজ দুঃখ সবি হবে হবেই ফিকে।
সারাটা গোলাপ বিছানো পথে;
স্বপ্ন ঘোর লাগা চোখে,
অবাক উচ্ছাসে!
জোৎস্না ভেঁজা রাতে;
সিহরণ জাগানিয়া বুকে,
উৎসবের সময় আসে।
সার বেধে বেহালা বাদক দল;
সাথে বাশের বাঁশি,
উন্মাতাল অনিলের ছুটোছুটি।
মুছে ফেলো চোখের জল;
ভালবাসি বলেই মুখে রাখো হাসি,
আজ তাহলে হয়ে যাক মুগ্ধতা বাটাবাটি।
পথটির শেষ সাগরের প্রান্তরে;
ক্ষণে ক্ষণে সাগরের জল তরঙ্গ,
দৌড়ে এসে আঁছড়ে পর বুকে।
আমরাই মুখ্য আজকের আসরে;
কত কত মানুষ দিচ্ছে আজ সঙ্গ,
আজ দুঃখ সবি হবে হবেই ফিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।