বাঙলা কবিতা সামনে ব্যাপক দাবানলের দিন__ ভালোবাসা উদ্ভাসিত সূর্যরেখার মত স্পষ্টতা পাক, ঝলসে উঠুক ঝকমকে সঙ্গীণ! হৃদয়ে যা ছেঁড়াফাটা, রিফুকর্ম, গোপনতর ক্ষত উস্কে উঠুক এবার তোমার জ্যোৎস্নারোদন মাঠে; হারানো মুখ আবার যেন ঢেউয়ের মত হাসে; আবার যেন জাগতে পারে রূপার চাকতি হেসে অনন্ত এক নীলের ঊর্ধজলে; বিরল অন্ধকারে। যা গিয়েছে, পাইনি যে সব অতীত সর্বনাশে, সব যেন এক নতুন হাওয়ার মাঠে ও ময়দানে, হারানো আর পুরনোকেই বন্ধু বলে জানে! আপাতত কাটছে কাটুক বিপন্ন শঙ্কায়__ মানুষ যেন ঝড়ের শেষে তার মানুষই পায়! এইখানে এক যুদ্ধদিনের বিপুল রক্ত শেষে হৃদয় যেন হৃদয় খুঁজে লোকালয়েই হাঁটে! নতুন ফুলের হাসিও চাই সকল পথের ধারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।