ছুডু বেলায় বাংলা ফিলিম দেখে নাই এমন মানুষ কমই আছে. আমার বয়স যখন ৩-৪ তখন সাড়া গ্রাম মিল্লা গোটা কয়েক ঘরে টিভি আছিলো। আমাগো ঘরে একখান সাদাকালো টিভি আছিলো যেইটারে দিয়া কয়েকদিন আগে কটকটি কিন্না খাইছি । তয় শুক্রবারে কইলাম সবাই কাইজ কাইম তাড়াতাড়ি সাইড়্যা ফেলাইতো, বিটিভিতে সিনামা দিব হেই আশায়!!আমিও ঠ্যাং গুলারে কিঞ্চিত বাকাইয়া রাজার ভংগিতে বসিয়া পইরতাম বিছানায়। ৩টা বাজার সময় ব্যাপক ঘুর্নিঝড় স্বরুপ এক শাড়ি পড়া মহিলা আইস্যা ফিল্মে র নাম, আর অভিনয় করছে কিডা কিডাএগুলান কইতো।শাবানার ফিল্ম হইলে লুলায়িত চাচীদের দিকে তাকাইলে ব্যাপক খুশি লক্ষ করা যাইতো। যথারীতি সিনেমা স্টার্ট হইতো, শাবানার কান্নার ছলনা দেইখা লুলায়িত একদৃষ্টিতে তাকাইয়া থাকা চাচীগনেরও চোখের পানি ঝড় ঝড় কইর্যা পড়ত।সেই কান্নার রোল দেইখ্যা আমিও চোখের পানি আটকাইয়া রাখতাম পারি নাই, ছাইড়্যা দিছি। শাবানার কত কষ্ট এক এক চাচীরা কইয়্যা ফুফাইয়া উঠত!! এত কষ্ট সহ্য করতে না পাইর্যা আমি বেবাকের মাঝখানে কইয়া উঠলাম, এতই যখন শাবানার কষ্ট, আমি শাবানারে বিয়া কইর্যা বেবাক জনগোষ্ঠীরে কান্নার হাত থেইক্কা বাচাঁমু হঠাত পিছন থেইক্কা আমার মায় আমার কানে ধইর্যা পেন্ডুলামের মত ঝুলাইয়া ফেলাইলো, আর কইলো তোর আইজকা থেইক্কা টিভি দেহা বন্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।