আমার ষ্পষ্ট মনে আছে হাই-স্কুলে পড়া অবস্থায় আমাদের স্কুলের একজন শিক্ষক তার কাছে প্রাইভেট না পড়ার কারনে, ক্লাসে এমন ইংলিশ জিজ্ঞেস করতে কখনোই পাড়তাম না। এইটা শুধু আমার একার জন্যেই ছিলো না। ওই স্যারের কাছে যারা প্রাইভেট পড়ি নাই প্রত্যেকে ক্লাসে বেতের পিটা খাইতাম। আর এমন জায়গায় পিটাইতো মাঝে মাঝে মনে হইতো স্যার না অই শালা একটা কুত্তার বাচ্চা। পুরা বছরটা সহ্য করে পার করছি।
কিন্তু কাহিনি বাধ সাধলো পরের বছর যাহারা আসলো মানে আমাদের এক ব্যাচ জুনিয়র যারা। যথারিতি তাদের উপরে ও অই একই রকম অত্যাচার শুরু হইলো। আসল কাহিনি হইলো অই ব্যাচে কয়েকটা ছিলো একটু ঘার ত্যারা মানে আমাদের মতো সহ্য করতে পারতো না। বলে রাখা ভালো অই স্যারকে অই ক্লাশ থেকে পরিবর্তন করে অন্য স্যার কে আনার দাবি করে কোন লাভ ছিলো না তাই এই পন্থা তে কেঊই যায়নি।
ওই জুনিয়র পোলাপাইন সহ্য করতে না পাইরা একটা বুদ্ধি বের করলো স্যারকে কাবু করার।
যদি ও বুদ্ধিটা তে ধংসাত্নক অথবা কাঊকে ক্ষতি করার মতো ছিলো না শুধু মাত্র একজন রে ঘার ত্যারা থেকে সোজা করার বুদ্ধি ছিলো। পরের দিন ঠিক কাজ শুরু হইলো বুদ্ধি মতো, স্যারের একটা ক্লাস থ্রি তে পরে একটা ছেলে ছিলো, তাহারে চকলেট , আইস্ক্রিম খাওয়াবে বইলে আগের মতই সেট করা আরো কয়েকটা পিচ্ছি পোলাপাইনের সাথে খেলাইতে শুরু করাইলো। যাতে সে কোন ভাবেই ভয় না পায় অথবা তাকে দ্বারা কিছু করা হইতেছে না বুঝতে পারে। স্যারের ছেলের স্কুল শেষ হয়ে যাওয়ার পরে স্যারকে দিলো ফোন।
ফোনে খালি একটা কথাই বলা হইছে কালকে থেকে আর যদি ওই ক্লাশে কোনদিন বেত নিয়ে আসা না হয়।
আর কোন ছেলের গায়ে যাতে বেত না পরে। আর যদি পরে তাইলে আপনার ছেলে আমাদের কাছে আছে কি করতে হবে ভালো করে আপনার জানার কথা। আবার ও বলি স্যারের ছেলে বুঝতেই পারে নাই কিছু একটা হইতেছে, এই আইডিয়া টা ছিলো শুধু মাত্র স্যার কে শায়েশ্তা করার জন্যই আর কোন বাজে চিন্তা ছিইলো না।
আমার যতটুকু মনে পরে স্যার এখনো অই স্কুলেই আছে এবং অই একই ক্লাস ইংলিশ গ্রামার ক্লাসই নিচ্ছে তবে অন্য ভাবে কোনদিন ক্লাশে বেত আনে না, প্রাইভেট নিয়ে কিছু বলে না। এবং সবচেয়ে বড় কথা স্যার নাকি তারপর থেকেই পাচ-উয়াক্ত নামাজ পড়ে।
বুয়েটের সকল শিক্ষার্থিদের বলছি অই ভিসি-প্রোভিসি আপনাদের এত আন্দোলনের মাঝে ও যেহেতু নড়তেছে না আপনারা আমাদের স্কুলের ছেলেদের এই আইডিয়া টা পছন্দ হইলে একবার ট্রাই মারতে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।