আমাদের কথা খুঁজে নিন

   

ঃ প্রথম প্রেম ঃ

আমার মনে হয় প্রেমে মানুষ জীবনে একবারই পরে । প্রথম প্রেমই সত্যিকারের প্রেম । মানুষ প্রথম প্রেমেই নিজের অনুভুতিগুলোকে উজাড় করে দেয় । একজন মানুষের জীবনের সম্পূর্ণ সুখানুভূতি এবং চাওয়া পাওয়া প্রথম প্রেম ঘিরেই থাকে । যদি কোনও কারনে সম্পর্ক বিয়েতে না গড়ায় তাহলে মানুষের জীবনের এই আফসোস কখনও মিটে না ।

কারন মানুষ কখনও দ্বিতীয়বার প্রথমবারের মত কাউকে ভালবাসতে পারে না । তবে মানুষ একাকী থাকতে পারে না । জীবন ও যৌবনের প্রয়োজনে হয়ত কারও সাথে বসবাস করে তবে সেখানে ভালবাসা খুব কমই থাকে । যৌনতাই সেখানে মূলবিষয় হয়ে যায় । একজন আর একজনের মাধ্যমে স্রেফ জৈবিক চাহিদাই মেটায় ।

ভালবাসার উপস্থিতি থাকে না বললেই চলে । তাই একটা সম্পর্ক করার ক্ষেত্রে অনেক ভেবে করা উচিত যাতে করে কষ্ট পেতে না হয় । কারন এখানে একটাই চান্স । একটা জিনিস মানুষকে সারা জীবন কাঁদাবে । ঠিক তেমনি কারও সাথে প্রতারণা করে কারো সারা জীবনের স্বপ্ন ভাঙ্গা উচিত নয় ।

মানুষ সব কিছু ক্ষমা করে দিতে পারলেও এই অপরাধ ক্ষমা করতে পারে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।