আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি হাতে কলম তুলে নিয়েছি

সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । আজ আমি হাতে কলম তুলে নিয়েছি , জীবনের শুভমুহূর্ত গুলো কলমের কালি হয়ে মুক্তা ঝরাবে , আর হৃদয়ের সব দুঃখ গুলো কলমের কালি হয়ে ঝরে পড়বে । আজ আমি হাতে গিটার তুলে নিয়েছি , গিটারের সাথে গলা মিলিয়ে গাইছি গান , আজ মনের সুখ-দুঃখ , আনন্দ-বেদনা সুর হয়ে ভাষা খুজে পাচ্ছে । অবশেষে আজ আমি হাতে সিগারেট তুলে নিয়েছি , জীবনের সব দুঃখ গুলো সিগারেটের ছাই হয়ে ধূলোয় উড়ে যাচ্ছে , সাথে করে উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার জীবন... আজ আমার কলমটা বড়ই...... বড়ই নিশ্চল.........।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।