আমাদের কথা খুঁজে নিন

   

মন তোরে বুঝাইতাম পারলাম নারে, তুই সে আমার মন। #(: (বাঁশ পোস্ট-খানিকটা লুলিয়))

ঘুমের মইধ্যে আইজকা ব্যাফক একটা স্বপ্ন দেখলুম স্বপ্নের এমা ওয়াটসনের নায়ক আছিলাম আমি এমারে পাইয়া নায়ক ইইতে গিয়া ঘুমের মধ্যে কোলবালিস লইয়া উড়ার তাগিধে লম্ফ দিলুম পরমুহুর্তেই ঘুমখান ভাইংগা গেল আর লগে আমার পিঠখানও সাত সকালের ব্যাফক স্বপ্নের পর কোমড়ে ব্যাথা পাইয়া ব্যাঘ্রর লাহান নড়িয়া চরিয়া বসিলাম। আকাশের দিকে তাকাইয়া, সুর্য কাকারে না দেইখ্যা মনে ফুটবল নির্যাতনের বাসনা জাগিল আমার লুলিয় ফ্রেন্ডদের ফোন দিয়া কহিলাম মনের ব্যাফক বাসনা- ফুটবল খিলিমু । ওরাও রাজি হইয়া গেল। ফুটবলের নির্যাতনের কথা মনে হইতেই আমার আমাগো দুই নেত্রীর কথা মনে পড়িলো । পরমুহুর্তেই ওই দুই বুড়িরে ফুটবল ভাবিতে শুরু করিলাম আর আমার হাত পাও ও এদিক ওদিক লাফাইতে থাকিলো। অত্যাধিক লম্ফের ফলস্বরুপ আমার কপালের উপর থেইক্কা আমার আদরের চশমাখানা মাটিতে লুটাইয়া পড়ল আর লগে সালমানের রেডি ফ্রেমখানও ভাইংগা গেল যাই হোক গিয়া ফ্রেম ভাংগার ব্যাফক কষ্ট নিয়া মাঠের দিকে চলিলাম ফুটবল নির্যাতনের আশায় । পথিমইধ্যে ওমা একি সুর্য মামা কইথুইন থেইক্কা জানি উদয় হইলো মনে মনে ব্যাফক গালিগালাজ করলাম সুর্য কাকারে , তারপরে মনে হইলো কাকা আরো চেইত্তা উঠছে সারা শরীরের ঘর্ম নিয়া মাঠে পৌঁছাইলাম মাঠে ফুটবল দেখিয়া মনের সকল ঝাল উঠাইবার দরুন ফুটবলের পেছনে ষাঁড়ের মত দৌড়াইলাম ফুটবল নির্যাতন শেষ, হগলতে চায়ের দোকানের সামনে ছুটিলো, লগে আমিও। পানি খাইয়া বিশ্রান্ত দেহ লইয়া অনুভব করিতে লাগি আমার পায়ের নিচে ঝলে ঠসা ফুটিছে ফুটবল আমারে নির্যাতন করিছে না আমি ফুটবলরে করিছি সেটাই এখন ভাব্বার বিষয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।