আমাদের কথা খুঁজে নিন

   

Samsung Duos GT-s6102 ব্যাবহারে সাহায্য চাই

আমার জন্য বড় ভাইয়া বিদেশ থেকে Samsung Duos GT-s6102 মডেলের মোবাইল ফোন পাঠিয়েছেন। ফোন সেটের সাথে Quick start guide আছে-কিন্তু সেই গাইডে সামান্যই ব্যাবহার বিধি উল্লেখ আছে। সম্পুর্ণ ইউজার গাইড ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবার নির্দেশনা দেয়া আছে-কিন্তু অনেক চেশটা করে ডাউনলোড করতে পারিনি। ফোন সেট ব্যাবহারে নূন্যতম ফিচারগুলো আমি আয়ত্ব করতে পেরেছি কিন্তু আমি মোবাইল ফোনের মেসেজিং(এস এম এস) ব্যাবহারের অপশন সম্পূর্ণ পাচ্ছিনা। আমি শুধু এস এম এস করতে পারি, ইন বক্স দেখতে পারি। কিন্তু আমার মেসেজিং এর আউট বক্স, সেন্ট মেসেজ, মেসেজ কাউন্টার খুঁজে পাচ্ছিনা। যারা জানেন- দয়া করে ব্যাবহার বিধি বিষয়ে একটু সাহায্য করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।