আমাদের কথা খুঁজে নিন

   

তখন আমায় নাইবা মনে রাখলে

আমি তো তোমাদের কাছে এসেছিলাম প্রিয় হয়ে । কখনো মন থেকে তোমাদের সরাতে পারিনি , হেসেছি তোমাদের খুশিতে , কেঁদেছি তোমাদের দুঃখে । আমি সর্বদা চেয়েছি যেন তোমরা আমাকে ভালোবাসার একটা রাস্তা খুঁজে পাও , সহজ উপায়ে ভালোবাসতে পার । একজন মানুষের ভালোবাসাটুকুও আমি হেলায় হারিয়ে যেতে দিতে চাইনি কারণ আমি জানি ছোট্ট ভালোবাসাও অর্জন করে নিতে হয় , তার পরিচর্যা করতে হয় , বিনিময়ে ভালোবাসতে হয় । বয়স বাড়ার সাথে সাথে আমি বুঝতে শুরু করলাম পৃথিবী পরিবর্তনের ইচ্ছা থাকলে আগে নিজেকে পরিবর্তীত করতে হবে ।

তাই আমি নিজেকে অনেক পরিবর্তীত করে ফেললাম । না , তোমাদের এতটুকু ক্ষতি না করেই আমি নিজেকে পরিবর্তীত করেছি । তোমরা আমার পরিবর্তন ভালো চোখে দেখলেনা , আমাকে তোমাদের শত্রু ভাবলে । যখন আমি তোমাদের সাথে ছিলাম , তখন তোমরা আমার সাথে ছিলে । যখন আমি নিজেকে গড়ে তুলতে ব্যস্ত হয়ে পরলাম তখন তোমরা আমায় ভুলে গেলে , ছুড়ে ফেললে আবর্জনার আস্তাকূড়ে ।

আমি জানি তোমরা আমায় কষ্ট দিয়ে ভালো নেই , কারণ আমি বিশ্বাস করি তোমাদের ভালোবাসাটা মিথ্যে ছিলোনা । কিন্তু তোমরা বড় ভুল করছো । আমার রাস্তায় না হেঁটেই আমাকে তোমাদের মাপকাঠি দিয়ে মাপতে চাইছো । আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম , যেইদিন আমাকে তোমরা ভুলে যাবে তবে নতুন একজনকে হয়ত চিনবে যে পৃথিবী পরিবর্তনের জন্য এসেছিলো । আমার এই স্বত্তাকে সেদিন নাইবা মনে রাখলে , , , , , ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।