ছাগু ব্যাতিত দুনিয়ার সকল প্রানি দীর্ঘজিবী হউক বাংলা সিনেমার এক-নং হিরু, দেশপ্রেমিক এম.এ অনন্ত জলীল (ভালো নাম- জ্বলন্ট জুলিল) দিনকে দিন জাতীয় বিনোদনে পরিনত হচ্ছেন। তার ব্লকবাস্টার টকশো তে দেয়া জ্বালাময়ী ইংলিশ ডায়লগ এখন দেশগড়ার কাজে শাহ্ সিমেন্টের চেও অধিক মাত্রায় ব্যাবহার করা হচ্ছে।
একবার ধানমন্ডি কে-এফ-সি তে খেতে গিয়ে তিনি কতিপয় দুষ্ট বালকদের খপ্পরে পরেন, যারা তাকে দেখে ইংলিশ ছবির হিরু না বলে, উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে ''বাংলা ছবির হিরু'' বলে সম্বোধন করে। এরফলে তিনি ক্ষেপে গিয়ে, কায়দা করে ইংলিশে যেই (নিজের)দাত ভাঙ্গা ডায়লগ দিয়ে দুষ্টদের ধরাশায়ী করেন,
সেই একই ডায়লগ এখন পরিক্ষামুলক ভাবে বাঙ্গালীর প্রানের দাবী ''বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের'' আন্দলনে ব্যাপক হারে ব্যাবহার করা হচ্ছে।
শিক্ষার্থীরা হাজার হাজার প্লেকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন/ তাদের প্লেকার্ডে ক্ষোভের সাথে একটাই কথা লেখা Tongue (বিডি নিউজ)
আশা করা হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এই ডায়লগ গানা, কেনিয়া রাশিয়া সহ আপ্রিকার অন্য সব দেশেগুলোতে রপ্তানি করে পচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্ল্যেখ্যঃ- জ্বলন্ট জুলিল হচ্ছেন হালের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা-সম্প্রতি তিনি ''মোস্ট অয়েল্কাম'' ছবির মাধ্যমে বাঙ্গালীর জীবনে হারিয়ে যাওয়া হাস্য-রস ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
ছবির অসাধারন পাব্লিক রিয়্যাকশান
নায়ক জুলিলের সেই বিখ্যাত বানীর চুম্পক অংশঃ-
হ্যল্লো, কাম হিয়া । ইও পম গানা? হয়ার ইউ ফম গানা অর আপ্রিকা?
হুইচ আ... হোয়ের কান্ট্রি আ... আ...ব... হোয়ের আর ইও পম আপ্রিকা? টেল মি গানা, কেনিয়া (ইত্যাদি)
ইউ থিং বাংলা ছবির হিরু মিনস দে আ uneducated? হোয়াড ইয়ু থিং? Stare
==ইউ পম গানা?? ইউর মা আ...ব...আ ইউর মাদার ফম রাসিয়া? হোয়াড ইয়ু থিং?== Stare
ইও আ লিভিং ইন বাংলাদেশ। ওখে? ম্যান ইও হেভ টুঁ respect ইন বাংলাদেশ। বিকজ ইও আর ইটিং ফুড ফম বাংলাদেশ।
সো ডোন্ট সে বাংলা মুভি।
(দুষ্ট বালকেরা একদম উচিৎ শিক্ষা পেল এবং দেশপেমিক হয়ে গেলে-ইয়েস! এবার ভিসির পালা পালাবি কোথায়??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।