মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
বাংলাদেশি ব্রান্ড সিম্ফনি বাজারে এনেছে এন্ড্রয়েড চালিত স্মার্ট ফোন। ১বছরের অয়ারেন্টি সহ এসব সেট পাবেন সাশ্রয়ী দামেই।
ইতিমধ্যে বাজারে ভালো জনপ্রিয় হয়েছে সেটগুলি, ফলে অচিরেই আরও এন্ড্রয়েড সেট বাজারে আনবে বলে সিম্ফনি কর্মকর্তাদের কাছ থেকে জানা গিয়েছে।
এক্সপ্লোরার ডব্লিউ০৫
সেটটি এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড এ চালিত।
এটি চালাতে থাকছে ১গিগা হার্জ প্রসেসর, ১৮০এমবি রম, ১৮০এমবি র্যাবম।
এতে আছে ৩.২” এইচভিজিএ টাচ ডিসপ্লে এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা (ফ্রন্ট ক্যামেরা নেই) ।
এছাড়া আছে এজ, ওয়াইফাই এবং জিপিএস সুবিধা।
এর সাথে ৪জিবি মাইক্রোএসডি মেমরি কার্ড ফ্রি পাবেন।
এর দাম পড়বে ৬,৯৯০ টাকা।
এক্সপ্লোরার ডব্লিউ১০
সেটটি এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড এ চালিত।
এটি চালাতে থাকছে ০.৮গিগা হার্জ প্রসেসর, ১৮০এমবি রম, ১৮০এমবি র্যাhম।
এতে আছে ৩.৫” এইচভিজিএ টাচ ডিসপ্লে, ২ মেগাপিক্সেল ব্যাক এবং ০.৩মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।
এছাড়া আছে এজ এবং ওয়াইফাই সুবিধা।
এর সাথে ৪জিবি মাইক্রোএসডি মেমরি কার্ড ফ্রি পাবেন।
এর দাম পড়বে ৭,৪৯০ টাকা।
এক্সপ্লোরার ডব্লিউ২৫
সেটটি এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড এ চালিত।
এটি চালাতে থাকছে ০.৮গিগা হার্জ প্রসেসর, ১৮০এমবি রম, ৪০০এমবি র্যাযম।
এতে আছে ৩.৫” এইচভিজিএ টাচ ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ব্যাক এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।
এছাড়া আছে এজ, ওয়াইফাই, ৩জি এবং জিপিএস সুবিধা।
এর সাথে ৪জিবি মাইক্রোএসডি মেমরি কার্ড ফ্রি পাবেন।
এর দাম পড়বে ৯,৪৯০ টাকা।
এক্সপ্লোরার ডব্লিউ৫০
সেটটি এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড এ চালিত।
এটি চালাতে থাকছে ০.৮গিগা হার্জ প্রসেসর, ১৮০এমবি রম, ১৮০এমবি র্যারম।
এতে আছে ৩.৭৫” এইচভিজিএ টাচ ডিসপ্লে, ৩ মেগাপিক্সেল ব্যাক এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।
এছাড়া আছে এজ, ওয়াইফাই, ৩জি এবং জিপিএস সুবিধা।
এর সাথে ৪জিবি মাইক্রোএসডি মেমরি কার্ড এবং একটি এক্সট্রা ব্যাটারি ফ্রি পাবেন।
এর দাম পড়বে ৯,৩৯০ টাকা।
ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।