আমাদের কথা খুঁজে নিন

   

আমার করা ২য় এনিমেশন

এটা আমার ২য় এনিমেশন। এনিমেশন হয়তো ভালো ফিনিশিং করতে পারিনি। অনেক জাগায় কিছুটা ভুল রয়েছে। নিজে একটু একটু করে শিখার চেষ্টা করচ্ছি। আমি এক ভাইয়ের কাছে গিয়েছিলাম।

সে আমাকে বলছে আমরা কিন্তু অরিজিনালি ৩ডি মধ্যে বসোবাস করি। আসে পাশে যা দেখবেন বানানোর চেষ্টা করবেন। সে অনুযায়ী চেষ্টা করছি। তবে যারা পারে তাদের কাছ থেকে কিছু শিখতে পারলে অনেক ভালো হত। একা একা চেষ্টা করে আর কতটুকু করা যায়।

কারো কাছ থেকে তেমন কোন হেল্প পাচ্ছিনা। ডেফোডিল এ ১ বছরের জন্য ডিপ্লোমা করলে কেমন হবে। অনেকে বল্লো তেমন একটা ভালো না। আপনাদের কাছে কি কোন ইনফোরমেশ্ন আছে যেখানে ভালো শিখা যায় বা কেউ পারসোনালি শিখায়। এখানে ক্লিক করলেই পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।