লেখিতে এবং পড়িতে ভালবাসি। কি করে ফেরাবো তোমায়।
নিজেকে চিনিনি কোন দিন
কি করে তোমাকে চিনবো,
চাওয়া পাওয়ার হিসেবে হারিয়েছি
কি করে ফিরিয়ে আনবো।
সব অভিযোগ আমাকে ঘিরে,
এই অপবাদ কি করে ভাংগাবো।
সবটাই নাকি আমার একার ভুল
কি করে আবার সব সাজাবো।
বুঝিনি ভাষা যা বলতে চেয়েছো
বুঝাতে পারিনি যা তুমি শুনেছো।
বুঝা -না বুঝার দ্বন্ধে প্রতিবন্ধ
শুধু ভাবি কি করে জিতবো।
সবটাই ভুল ভেংগেছে হৃদয়ের কূল
যুক্তিতে সাজাই মোরা সব অনুকূল।
ক্ষমার স্রোতে কখনো ভাসাইনি বোধ
হারানো স্বপ্ন কি করে ফেরাবো।
কামরুজ্জামান স্বাধীন।
(১৫-০৬-২০১৩)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।