গত সপ্তাহের বৃহস্পতিবার অফিসের কাজে পল্টন গিয়েছিলাম, কাজটা দ্রুত শেষ হওয়ায় বাকি সময়টা আড্ডা্ইতে মন চাইলো। ভাবলাম যেহেতু পল্টন আছি আজকালের খবর পত্রিকায় এক বন্ধু চাকুরী করে তাকে ফোন দেই। গত সপ্তাহে তার নতুন অফিসে যাওয়ার সেকি অনুরোধ। আরো কয়েক বন্ধুকে স্মরণ করলাম এর মধ্যে খুব কাছের বন্ধু ও ব্লগার পাহারিকাও যোগ দিলো। বন্ধুটা অফিসের বাহিরে ছিলো বললো ১০ মিনিটের মধ্যে আসছি।
আমি আর পাহারিকা আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ চোখ পড়লো ছবিটার দিকে Guru I Love You! ডেসটিনির লক্ষ লক্ষ গ্রাহক কিনা আতংকে তাকে আবার কে Love You বলে! ছবি তুলতে গেলে একজন বেরিয়ে আসলেন। ভাই ছবি তুললেন প্রতি ছবিতে ১০ টাকা করে দেন আমি নিজেকে সামলে আরে মিয়া ঢাকা শহরে বিল্ডিং গুনে যে ব্যক্তি টাকা দিয়েছিলো তা সে কাকে দিয়েছিলো জানেন?
আমি হুমম আমিই নিয়েছিলাম !
তারপরই সে শুরু করলো তার গুরুর গুনগান।
বন্ধু পাহারিকা বেশ বিরক্ত হয়ে বললো আপনার গুরু কি শিক্ষিত? বৈশাখি টিভিতে যেভাবে কথা বলছিলো তাতে মনে হয় শিক্ষা দিক্ষা কম!
লোকটা বন্ধুকে কথার মাঝখানে থামিয়ে বলেন আপনি জানেন আমার গুরু ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্ষ পাশ
বন্ধুর আবার প্রশ্ন ডেসটিনির কার্যক্রম আছে? বলেন কি? এ সপ্তাহেওতো ৮০০র মতো ভর্তি হইছে । তাদের কথার যুদ্ধ বেশ জমে উঠেছে।
ডেসটিনির লোকজন যদিও আমাকে অনেক জ্বালিয়েছে তবুও আমি সেখানে রেফারীর ভূমিকা পালন করছি
বন্ধুটিও ততক্ষনে চলে আসলো বিদায় নিলাম বিতর্কের মধ্যেপথ থেকে। মোবাইলের ইমেজ ভিউতে গিয়ে ছবিগুলো দেখলাম আবারো চোখে পড়লো Guru I Love You। হ্যা আমিও বলবো Guru I Love You যদি সপ্ন দেখা মানুষগুলো তাদের আমানত ফিরে পান!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।