নীল জোছনা কুড়িয়ে এলেম তোর-ই উঠোনটায় , দরজা খুলে আয় বেরিয়ে- ভিজবি জোছনায় । ইচ্ছে যত তোর-ই মনে নীল জোছনায় কিনে তোর আকাশে জোছনা রঙে স্বপ্ন দেব বুনে । কল্পলোকের গল্প যত হয়নি আজও লিখা , তোর উঠোনে হবে সবই নীল জোছনায় আঁকা । মনের গহীন অতল জলে করিস যেথায় খেলা , সেথায় আমি ভাসিয়ে দেব নীল জোছনার ভেলা । আয় বেরিয়ে- আয় না ওরে জোছনা ফুরায় যায় , আর কত কড়া নাড়ব দ্বারে- থাকবো অপেক্ষায় !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।