আমাদের কথা খুঁজে নিন

   

নীল জোসনায় তোমার অপেক্ষায়

লেখার মতো কিছু নেই নীল রং আমার পছন্দের রংগুলো মাঝে অন্যতম। আজ নীল রংয়ের জোসনার দেখা পাবো ভাবতেই মন আনচান করে উঠলো। তোমার হাতে হাত রেখে জোসনা দেখা হয়না বহুদিন হয়ে গেল। সেই ছোট বেলায় না বুঝার দিনগুলিতে একসাথে দুষ্টুমির ফাকে চাদনী রাতে কত মজাই না করতাম। কিন্তু জীবনের বাকে তুমি চলে গেলে বহুদূরে ।

তুমি থাকতে পড়ালেখার ব্যস্ততায় আর আর আমি আনমনা হয়ে তোমার হাতে হাত রাখার কল্পনায় বিভোর হয়ে কখনো উজ্জল চাদের দিকে কখনো মেঘের আড়ালে লুকানো চাদের দিকে তাকিয়ে তোমাকে খুজতাম। আজ সন্ধ্যা থেকেই তোমার কথা খুব মনে পড়ছিলো । এই নীল জোসনায় যদি তোমাকে কাছে পেতাম। বাসার ছাদে তোমার কাধে মাথা রেখে তোমার হাতে হাত রেখে সারাটি রাত কাটিয়ে দিতাম। যখন তুমি ক্লান্ত হয়ে পড়তে তখন তোমার মাথাটা আমার কোলে নিয়ে তুমি স্মৃতির সাগরে ভাসতে আর আমি তোমার মাথায় বিলে কেটে দিতাম।

কিন্তু যেদিন এখনো অধারাই থেকে গেল । জানু....... আমি জানি তুমি তোমার জানকে কত বেশী ভালবাস। কিন্তু এতো ভালবাসার পরও তোমাকে যেন পাওয়া হয়না। এ ভালবাসার বেদনা আর সহ্য হয়না............. নীল জোসনায় তোমার জানু তোমারই অপেক্ষায়। .......  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।