আমাদের কথা খুঁজে নিন

   

নীল জ্যোৎস্নার রাতে...

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" সবাই বলছে আজকের জ্যোৎস্না অনেক সুন্দর ... তোমাকে ছাড়া আমি জ্যোৎস্না দেখিনি ... দেখতেও চাই না অনেক জ্যোৎস্না পার হয়েছে তোমায় ছাড়া ... আরেকটা হলে ক্ষতি কি!! তোমার জন্য চাঁদ দেখা হলোনা,আজ নাকি সুন্দর একটা নীল চাঁদ উঠেছে ... না না তোমাকে দোষ দিচ্ছিনা একবারের জন্য হলেওতো তোমার মুখের উপর চাঁদের আভা দেখেছি আমি অল্পতেই তুষ্ট থাকতে চাই ... ঐটাই আমাকে বাচিয়ে রেখেছে এতোদিন ... এখনো হয়তো রাখছে কাছে থাকলে যতোটা না বেশি জড়িয়ে রেখেছি তোমাকে এতোদিন... আজকের জন্য একটু উন্মাদ হতে দাও ... চাঁদ দেখিনি , তাই তোমাকে জড়িয়েও ধরা হয়নি ... আমি উন্মাদনায় মাততে চাই তোমাকে নিয়ে ... আমাকে একটু স্থান দাও তোমার মাঝে ... তারচেয়ে বেশি মনে হয় তুমি দূরে থেকে আমাকে জড়িয়ে রেখেছো ... আজ খুব লিখতে ইচ্ছে করছে তোমাকে ... মাঝে মাঝেই মন অবাধ্য হয়ে যায় ... আমি ক্ষমাপ্রার্থী ...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।