আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিষ পেয়ালায় চুমক দিতে পারি যতটা বিস্বাসে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমি বিষ পেয়ালায় চুমক দিতে পারি যতটা বিস্বাসে ততটাই ভালোবাসা কেউ যদি গো বাসে বিধির কাছে এই মিনতি………………….. যেন এমনি প্রেম আসে গো সব জীবনে আসে। বুকের ভেতর মন বানাইলা প্রেমের দুঃখ তাতে দিলা আউলা জাউলা কইরা আবার চোক্ষে কান্দন দাও নিয়ম নীতি পাল্টে এবার সুখের জীবন দাও ঘরে দুঃখ বাইরে দুঃখ চাইনা বারোমাসে। ততটাই ভালোবাসা কেউ যদি গো বাসে প্রেমের মানুষ প্রেম শিখাইলো হঠাৎ আবার উধাও হইলো আগেবাগেই জানলা যখন কেন যে তারে চোখের আড়াল রাখো তুমি কোন সে বিচারে সুখের দেখা চাইগো আমি নিস্বাসে নিস্বাসে। ততটাই ভালোবাসা কেউ যদি গো বাসে। ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।