ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না আজকে আমার কপাল সুপ্রসন্ন ছিল পৌনে ৩ কেজি পুঁটি মাছ কিনেছি মাত্র ১২ইউয়ান/১৫৮ টাকা দিয়ে। তবে এত কমে দেওয়ার পিছনে ৪টা কারন খুঁজে পেয়েছি- ১. চাইনিজরা জীবিত মাছ পছন্দ করে তাই যখনই মাছ মরে যায় তার দাম তাজা মাছের তুলনায় প্রায় অর্ধেক হয়ে যায়। ২. চাইনিজরা বড় মাছ খেতে পছন্দ করে তাই ছোট মাছের দাম কম। ৩. চাইনিজরা ছোট ছোট কাঁটা থাকে যেসব মাছে সেগুলো পছন্দ করে না কেননা চপস্টিকস্ দিয়ে আলাদা করা কষ্টকর।আমার মনে হয় ওদেরকে যদি মাছের রাজা ইলিশ এবং আফ্রিকান মাগুর দেওয়া হয় সেক্ষেত্রে ওদের পছন্দের তালিকায় মাগুরই সেরা বলে বিবেচিত হবে। ৪. সন্ধ্যা ৬টার পরে ভ্রাম্যমাণ বিক্রেতারা মাছের দাম কমিয়ে দেয় কেননা চাইনিজদের ঐতিহ্যগত অভ্যাস রাতের খাবার বিকেল ৫টায় খাওয়া, আর ব্যস্ততা থাকলে বড়জোর ৬টায়। আজ আমার মাছ কেনার ক্ষেত্রে উপরোক্ত ৪টি কারনই খাপে খাপে মিলে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।