আমাদের কথা খুঁজে নিন

   

আমি তার ভক্ত

আমি তার ভাক্ত শুধু তার পারফরমের জন্য নয়। একজন মানুষ হিসেবে । শুধুমাত্র তহবিল সংগ্রহের জন্য বিদেশ যাছে । সমকালে খবর পরে ভাল লাগল সবার সাথে শেয়ার করলাম। আগামীকাল সিঙ্গাপুরের ন্যাশনাল ট্রেড ইউনিয়নের কংগ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের একক জাদু প্রদর্শনী।

এতে অংশ নিতে সাত সদস্যের দল নিয়ে গত ৩০ আগস্ট ভোরে রওনা দিয়েছেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি [এসবিসি]। জুয়েল আইচ জানান, 'এই জাদু প্রদর্শনীর মাধ্যমে এসবিসি সিঙ্গাপুরের বিভিন্ন পেশার বাংলাদেশিদের কল্যাণার্থে তহবিল সংগ্রহ করবে। এখানে তিনি ৩৬টি জাদু দেখাবেন। জাদুগুলোর শিরোনাম হচ্ছে_ ঝড়ো আকাশে পূর্ণিমার চাঁদ, পাতাঝরা শীতের শেষে বসন্তের হাসি, একজন বন্যার্ত মায়ের স্বপ্ন, দ্য আর্ট অব ম্যাজিক অ্যান্ড দ্য ম্যাজিক অব আর্ট, স্নো স্টর্ম চায়না, ইন্ডিয়ান রোফ ট্রিকস ইত্যাদি।

' পাঁচ বছর আগে সিঙ্গাপুরে একক জাদু প্রদর্শনী করেছিলেন জুয়েল আইচ। এবার যাওয়ার প্রাক্কালে তিনি আরও জানান, 'প্রায় তিন মাস আগে থেকেই সিঙ্গাপুরে আমার একক জাদু প্রদর্শনীর প্রস্তুতি চলছিল। এর মধ্যে হুট করে আমাদের ছেড়ে চলে গেলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এ কারণে বেশ বিমর্ষ ছিলাম। স্বাভাবিক হতে পারছিলাম না।

একবার ভেবেছিলাম অনুষ্ঠানটি বাতিল করে দেব। পরবর্তী সময়ে কাছের মানুষদের উৎসাহে সিঙ্গাপুরের এত বড় অনুষ্ঠানটি করতে যাচ্ছি। এই সফরে আমার একমাত্র কন্যা খেয়া আইচ প্রথমবার কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে জাদু দেখাবে। আমরা ফিরব আগামী ৫ সেপ্টেম্বর। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।