আমাদের কথা খুঁজে নিন

   

বলে দিলাম শঙ্খের কাছে, খুঁজে পেলে শুনে নিও

লিখতে আমি ভুলে গেছি লিখতে বসলে এখন হাত আর চলে না তবুও লিখছি, হাতটা আজ বেশ চলছে। আজ তোমায় দেখতে পাচ্ছি না কানে কানে কিছু বলতে পারছি না তোমার কোমল মুখটা ছুঁয়ে দিতে পারছি না। পারছিনা জেনে আরও বেশি ইচ্ছে করছে কিছু বলতে, একটু দেখতে ...একটু পাগলামি করতে। তাই এখন হাতরে বেড়াই তোমায় ঘুমের মাঝে জানি ছুঁতে পারব না তবু খুঁজতে খুব ইচ্ছে হয়, নেশা কাটে না। যানি আমার কথা শুনতে পাচ্ছ না, তবুও আমি আমার কথাগুলো বলে দিচ্ছি ধরে নাও কোন এক পথহারা সামুদ্রিক শঙ্খের কাছে কখনও খুঁজে পেলে কান পেতে শুনে নিও। যেদিন তোমায় পেয়েছিলাম ঠিক সেদিন কবিতাকে বিসর্জন দিয়েছিলাম। আজ আবার লিখলাম। না না না ভেবনা তোমায় হারিয়ে একথা আমি স্বপ্নে বা দুঃস্বপ্নে কোনটাতে ই ভাবি না। তোমার পৃথিবীর গণ্ডিতো আমার হৃদপিণ্ডের সীমানা টা কিভাবে হারাবে তুমি? আমি বলে দিলাম কোন এক পথহারা সামুদ্রিক শঙ্খের কাছে কখনও খুঁজে পেলে কান পেতে শুনে নিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।