আমাদের কথা খুঁজে নিন

   

হুম! আমি USA তে থাকি সরি পড়ি!!

lal mia: hi hutom pecha: hello lal mia: kmn asen? hutom pecha: vala r tumi? lal mia: eito hutom pecha: sumon! dhiman koi pore jano? lal mia: o to USA te hutom pecha: tato jani mane o USA er kon college/university te pore? আমার মেলা দিনের শখ সামনা সামনি চাক্ষুস একজন CA complete পাবলিক দেখবো কিন্তু সেই বাস্তবতা আমাকে মূলা গাজর দেখিয়ে বেড়ায়! আচ্ছা! যারা CA complete ভদ্দর নোক তাদেরও কি আমাদের মত দুহাত দুকান ও দুনাক সরি একটা নাক!? কাছের যাদের CA শুরু করতে দেখি অদৃশ্য কার উপর বিরক্ত হয়ে যেন তারা অচিরেই ঝরে যায় ঝরা পাতার মত। আজকাল প্রায় আমার কাছের বন্ধু তন্ময়ের হাত পা গুনে রাখি। ও খুব মেধাবি এবং পরিশ্রমী তাই আমার একটা বিশ্বাস যদি আমার সৌভাগ্য হয় একজন CA complete চিজ মানে জিনিস পনির নয় তা দেখার আমার সেই আশা পুরন হবে তন্ময়কে দিয়েই। তন্ময় বলে আমরা যারা CA করছি তারা অনেক লোভী দেখনা DU থেকে BBA/MBA শেষে একটা ৩০/৩৫ হাজার টাকার চাকরি বাগিয়ে নিলেই হত তা না করে CA এর পিছনে ছুটছি আরও দিগুন ৩গুন পাওয়ার আশায়! যাইহোক আমার অবস্থা এখন একজন CA complete দেখার ব্যাপারে হোল আশায় থাকিও কাউয়া পাকিলে খাইয়ো ডাউওয়া! এতো গেলো মেলা দিনের খায়েসের কথা ইদানিং নতুন এক অতি আগ্রহ মনে আমার জেঁকে বসেছে তা হোল ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার অতীত বর্তমান ও ভবিস্য ছত্রাক দেখার, ফটোতে না সরাসরি! ওদের ঢোলের মত বাজিয়ে দেখার বড় শখ ওরা কেমন স্মার্ট কেমন ডি.জে কেমন বউ পাইলো কেমন সোয়ামি বাগালো! হাঁটছি! হাঁটছি! হাটা আমার শখ। হাটা আমার সুসাস্থের গোপন কারিগরও।

হাটা আবার আমার কিপটুস মনের বিসস্ত সঙ্গীও! হটাত ডাক! চমকে পিছে তাকাতেই দেখলাম এককালের আমার অতি স্নেহধন্য ছোটভাই মিজান ওরফে মিজু। কেমন আছেন ভাই? আছি। তুই কেমন আছিছ? ভালো। এই কথা সেই কথা মেলা আড্ডা, মেলা দিন পড়ে দেখাতো। যাকে বলে ম্যারাথন আড্ডা।

ওহ! মিজু তুই জানি কই পড়িস? এই তো ভাই পড়ি কই পড়িস? অইজে জানেনতো। আরে শুনছিলাম তো তুই কোন এক anonymous এ আসছ! হুম! তা থেকে বলে credit transfer করসছ? হুম কিরে হুম হুম করিস কেন আমি কি তোর সাথে ফেসবুকে চ্যাট করছি? পড়ি মানে মা নে USA তে। USA!এমেরিকা!! না! ইউনিভার্সটি অফ......? হুম! কি? হুম ...সাউথ এসিয়া? হুম! আরে শালা তুই তো দেখি আসলেই ‘হুম’ যায়গাতেই আসছ। হ ভাই হ আগে ছিলাম anonymous একটায় নাম কইলে ওরা হুম হুম করতো আর এখন আছি বহুত famous যায়গায় এখন আমারে জিজ্ঞাসা করলে আমি হুম হুম করি! হরে মিজু আগে ‘হুম’ আছিল সাইফুর@স এখন আবার তোদের USA। এতো ‘হুম’ দিয়া পাবলিক কি করবো? কি করবো মানে! ফেসবুকে মজা করবো।

সামনে পাইলে মনে হয় চিড়িয়া দেখতাছে! হুম হুম হুমরে মিজু ওইসব বাদ দে পড়াশুনা কর পড়াশুনাই প্রধান তা না হলে লাইফটাই 'হুম হইয়া যাইবো,বুজলি? হুম!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।