বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলের নেতা খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে, এখন থেকে সে ভাষাতেই জবাব দেবে বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিএনপি এবং বর্তমান বিএনপি এক নয়। বিএনপি এখন সারাদেশে গণমানুষের দল।
বৃহস্পতিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আমাদের কর্মসূচি নিয়ে সমালোচনা করছে সরকার।
কিন্তু আওয়ামী লীগের মতো লগি বৈঠা নিয়ে নৈরাজ্য করে ক্ষমতায় যেতে চাই না।
বিকল্প কোনো নির্বাচন বাংলাদেশে হবে না বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে দিয়ে খালেদা জিয়া বলেন, এমপি থাকবে, মন্ত্রী থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, পার্লামেন্ট থাকবে এমন ওই নির্বাচনে বিএনপি যোগ দেবে না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
দেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করে সরকার একচেটিয়া ক্ষমতায় থাকতে চায়-এ কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সঠিক পন্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হতে পারবে না বলেই ক্ষমতায় থেকে নির্বাচনের নীল নকশা করছেন তারা।
জাতীয় নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের এককেন্দ্রিক বক্তব্য গ্রহণযোগ্য হবে না-এ কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বিরোধীদলের মতামতকে উপেক্ষা করে সরকারের পরিকল্পনা কখনোই সফল হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।