আমাদের কথা খুঁজে নিন

   

ঝড় বলকে উঠছে

যে- দ্রাঘিমা অনবরত বাজিয়ে গেছে সতর্ক সংকেত তাকে উপেক্ষার প্রবণতা নীলকে খয়েরি আর খয়েরিকে লাল করে দিয়েছে তুমি টেরও পাওনি তোমার খেরোখাতায় যোগ হয়েছে শুধুই অন্তঃসারশূন্যতা। ছায়া নেমে আসলে তার হলুদই কি আর ধূসরইবা কি ছায়া ডেকে আনছে মেঘ-আর মেঘের ওপারে ঝড়; অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে কখন যে বন্ধ করে দিয়েছ আ্যলার্ম ক্লক। খুব কুয়াশচ্ছন্ন হয়ে উঠছে অবয়ব ধোয়াসা ধোয়াসা আর স্নায়ু পরিযায়ী প্রথামাফিক কিছুই টিকছে না আর দ্যোতনায় সব যেন ছিন্ন, ছিন্নভিন্ন। আকাশও বেপরোয়া ঝড় বলকে উঠছে কোথাও কোথাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।