আমাদের কথা খুঁজে নিন

   

বগা লেকের শান্ত পাহাড়ি গ্রামে!! ছবি ব্লগ!! "পর্ব ১"

ভালোবাসা ভালোবাসি। বগা লেক। বান্দারবানের প্রত্যন্ত অঞ্চলের একটি লেক। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ( দ্বিমত আছে) ফুট উপরে শান্ত গভীর এক লেক!! টলমলে পরিষ্কার পানি!! এক কথায় অসাধারণ এক পরিবেশ। নীলগিরি থেকে গাড়ি আমাদের নাইক্ষং বাজার নামক এক স্থানে ছেড়ে দেয় সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে রুমা বাজার পৌঁছই!! এখানে সেনাবাহিনী থেকে অনুমতি নিতে হয় বগা লেক যাওয়ার জন্য, এটা অবশ্য নিজের সেফটির জন্য প্রয়োজন!! এই অনুমতির জন্য যত ধরনের ফর্মালিটি আছে সব সেরে, খাওয়া দাওয়া সেরে, চাঁদের গাড়ি যোগে বগা লেক রওনা দেই। এখনকার ছবিগুলো কেবল যাওয়ার পথের এবং বগা লেকের। বগা লেক থেকে আসার গল্প অনেক বড় তাই সে গল্প আরেকদিন করবো। এটি বগা লেক যাওয়ার পথের ছবি, বগা লেক ভেবে বিভ্রান্ত হবেন না!! এই গাড়ীতে করেই বগা লেক যাত্রা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।