আমাদের কথা খুঁজে নিন

   

২য় বর্ষ গল্প লেখা প্রতিযোগিতা (৫ জন বিজয়ীর জন্য থাকছে পুরস্কার)

স্বপ্ন দেখি স্বাধীন হবো, আকাশ মাঝে উড়ে বেড়াবো। ফেসবুকে আমার একটা ছোট-খাটো পেজ আছে "ভালবাসা এবং কিছু আবেগের গল্প" (https://www.facebook.com/abegmoy.valobasha), সেটা আগামী ৯ই জুলাই ২য় বর্ষে পদার্পণ করবে। আর এই উপলক্ষে "ভালবাসা এবং কিছু আবেগের গল্প" পরিবার থেকে তৃতীয়বারের মত গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর এই আয়োজনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। এই আয়োজনে বন্ধুদের জন্য রয়েছে অন্যরকম চমক।

এইবারের এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেনঃ- (১) বিশিষ্ট লেখিকা রুমানা বৈশাখী (২) ব্লগার হাসান মুন্না (৩) ব্লগার কাসাফাদ্দৌজা নোমান (নোমান নমি) (৪) ইমরান তাহের (ক্ষণিকের আগুন্তুক) (৫) কামরুন নাহার এবং (৬) ব্লগার দূর্বা জাহান। তাছাড়া বিচারক হিসেবে তো আপনারা (পাঠকরা) সবাই থাকছেনই। কেননা গল্পের ৪০% মার্কস আপনাদের লাইকের উপর ভিত্তি করে দেওয়া হবে আর বাকি ৬০% মার্কস বিচারকদের হাতে। এইবার কিছু নিয়মাবলী সম্বন্ধে জানা যাকঃ- (১) গল্প বাংলা ফ্রন্টে পাঠাতে হবে। গল্পে ইংলিশ কোন গান বা কবিতা ছাড়া, কোন ইংলিশ ওয়ার্ড প্রযোজ্য নয়।

(২) লেখার নির্দিষ্ট কোন বিষয়ের উপর হতে হবে, তা নয়। এমনকি ভালবাসা সম্পর্কিত না হলেও সমস্যা নেই। একজন লেখক, একাধিক গল্প পাঠাতে পারবেন। (৩) গল্পের আকার কত হবে, তা নির্দিষ্ট নয়। তবে ১২০০-২০০০ এর মধ্যে হলে ভাল হয়।

(৪) গল্প পাঠাতে হবে শুধুমাত্র আমাদের জিমেইল আইডিতে। তা হলোঃ- (৫) গল্পের উপর লিখতে হবে "২য় বর্ষপূর্তি গল্প লেখা প্রতিযোগিতা। " তা না হলে গল্প প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। তাছাড়া গল্প অন্য কোন পেজে প্রকাশিত হলে তা গ্রহণযোগ্য হবে না। অথবা অন্য কারো গল্প কপি করলে, যদি তা ধরা পরে তাহলে তা সঙ্গে সঙ্গে বাতিল বলে বিবেচিত হবে।

(৬) গল্প পাঠানোর শেষ তারিখ ৫জুলাই, ২০১৩। (০৫-০৭-২০১৩) আপনাদের পাঠানো গল্প থেকে বিচারকরা সেরা ১৫টি গল্প নির্বাচিত করবেন, আর সেগুলো ৯ জুলাই থেকে পর্যায়ক্রমে পেজে প্রকাশ করা হবে। প্রকাশিত এই ১৫ টি গল্পের মধ্য থেকে বিচারক এবং পাঠকের মার্কসের উপর ভিত্তি করে সেরা ৫টি গল্পের লেখক/লেখিকাকে পেজের পক্ষ থেকে সামান্য পুরুস্কারে পুরস্কৃত করা হবে। আর যেসব গল্প সেরা ১৫টিতে আসবে না, সেগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে পেজে প্রকাশ করা হবে। বারংবারের মত আবারো বলছি, আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন।

আপনারাই একজন লেখকের প্রতিভা বিকশিত করার হাতিয়ার। হয়তো আপনার একটি মন্তব্যই লেখক/লেখিকার অনুপ্রেরণা হাজারো গুণ বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।