আমাদের কথা খুঁজে নিন

   

এসে হে গ্রীষ্ম , এস এসো ! + পোলাপানের বিটলামী

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility বাহরে ২০ ডিগ্রী ছুইছুই.. অবশ্যই সেলসিয়াস উফ, কত দিন গেল.. শৈত্য প্রবাহে ! শেষ পর্যন্ত সামার,... এই গ্রীষ্ম ঠিক অনুভব সেই মৃদু মন্দ প্রবাহের তুষার পাতের মত । কিন্তু অতিরিক্ত উত্তাপ ভাল লাগে না । ৩০ এর উপর উনআনগেনেহ্ম .. ভাল লাগে না এতটা গরম । কিন্তু ২০-২৪ এর মধ্যে ধামাকা পুরাই হট গট আলিগেটর আউটপুট অবস্থা আজকে সূর্য ডুববে প্রায় ২০:০০ ঘটিকায় ...... উফ.... এত ক্ষন ঘরে কি করি !. লোল . আজ কপাল গুনে ছুটি না, কপাল দোষে ছুটি , +ঘন্টা অনেক । মাইনাস করতে হবে...তাই বাধ্যতামূলক ছিল ।

পায়ের গেটেঁবাত রোগটা আছে । চিন্তা করছিলাম আজ থেরাপী নিতে যাব । কিন্তু ডাক্তার থেকে লেটার ইস্যু করা হল না । আর দেরীতে ঘুমের থেকে উঠলাম শরীর ব্যথা করছি । তেন তেন ।

ফটুক তুলব চিন্তা করছি । ডি এস এল আর টা বিডিতে রেখে এসেছি । আমার বইয়ের ভাড়ে জায়গা দিতে পারি নাই, আমার ক্যামেরা স্ট্যান্ড, হ্যান্ডি ক্যামটাও রেখে এসেছি , ওয়াটারপ্রুফটাই ভরসা । আর ফ্রেশ কিছু চিন্তা করব, বেচেঁ থাকার জন্য আর কি কি কারন ... যা আমার জন্য জরুরী, সামনে কি নিয়ে ব্যস্ত থাকা যায়, আর যা নিয়ে ব্যস্ত আছি তাকে কিভাবে পর্যবেক্ষন থেকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় । এইসব ভুগচুগি ।

তবে মজার ব্যাপার হল , বাহিরে বের হবার আগে, জালুসির ফাক দিয়ে বাহিরে তাকাই । দেখি পোলাপান কি পড়ছে.. কাপড় চোড়প ! , তাদের বিটলামী দেখে হাসি পায় অনেক অবশ্য । একদিন দেখলাম কোন কারন ছাড়া একটা পুলা দিল আরেকটা ধাক্কা, আরেকদিন দেখলাম হাসতেছে হঠাত ধুম করে কান্না ! আরেকবার একটা ফুয়া আরেকটার সাথে ঝগড়া করতেছে মাঝখানে একটা পুচকা মেয়ে আসল ঝগড়া থামাতে ওরা ঝগড়া বাদ দিয়ে মাঝখানে নাক গলানোকারীকে ধুরুম ধারুম বকা ! একটা খাইতেছে আরেকটা চাইলে হাত থেকে কেড়ে খাওয়া শুরু করল ! আরেকজন স্পাইডারম্যান হবে কিন্তু হইতে গিয়া ডাইরেক্ট চিতপটাং ম্যান হইল ! কিন্তু তাদের বিটলামী কম তাদের ড্রেস আপ দেখে নিজের বাহিরের যাওয়ার ড্রেস আপ ঠিক করি ! যদি দেখী ১০+ তাপমাত্রা তবুও ভালভাবেই জামা কাপড় পড়ে খেলতেছে তাহলে বাহিরের আদ্রতা কম বেশী বা বায়ু প্রবাহ বেশী হতে পারে ! যদি দেখি ৫+ ডিগ্রীতেও এদের তেমন ভ্রুক্ষেপ নাই তাহলে বায়ু কাগু আজকে তার কাজ কামাই করতেছে সুতরাং হেভী লাইট শীতের কাপড় । আর যদি দেখী ১৮+ ডিগ্রী কিন্তু পুলাপান হাতাওয়ালা জামা পড়েছে অথবা মাফলার ব্যবহার করছে তাহলে কিছু একটা ঘাপলা আছে ! কারন আদ্রতা আর বায়ু প্রবাহ কিছুটা ভিন্নতা প্রদান করে এরসাথে শরীরের অনুভব আর তামমাত্রার স্কেলের কোন পারফেক্ট মিল পাওয়া যায না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।