http://www.myspace.com/423882880/music/songs/31785002 সুধী দর্শক, আপনারা হয়তো রাত ১২টার পর টিভিতে সাকিং ও লিকিং শো দেখতে দেখতে ভীষণ বিরক্ত! দুইপক্ষের উপর্যপুরি দলীয় সাকিং এবং লিকিং-এ জাতির মেধা ও মনন আজ সিফিলিস-গনোরিয়ায় ক্ষতবিক্ষত! চাই একটু ভিন্নতা! আর সেজন্যই আজ আমরা আমাদের অনলাইন "কিউ এন্ড এ" সেশনে আমন্ত্রণ জানিয়েছি দেশজুড়ে সর্বালোচিত, নিন্দিত, ঘৃণিত, অভিশপ্ত তিনজন জড়-ব্যক্তিত্বকে। চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে। আমার কাঁধ বরাবর আছেন জনাব চাপাতি, আমার মাথা বরাবর আছেন জনাব ককটেল এবং আমার বুক বরাবর আছেন জনাব লি-এনফিল্ড রাইফেল! আমার প্রথম প্রশ্ন জনাব চাপাতির কাছে-
আমি : জনাব চাপাতি, প্রতিদিন পত্রিকার কোথাও না কোথাও আমার গুণগান করা হচ্ছে! আপনি ক্যামন বোধ করেন?
জনাব চাপাতি : ভালো! সাফল্য কে না এনজয় করে!
আমি : তার মানে, আপনি জীবনে কখনো ব্যর্থ হোন নি! মিস্টার ককটেল- আপনারও কি একই অনুভূতি?
জনাব ককটেল : বলতে পারেন হ্যা! আমার এক্সপোজারটা জনাব চাপাতির চাইতে একটু বেশি। আমার ক্ষমতাও একটু বেশি!
জনাব চাপাতি : ক্ষমতা বেশি থাকলেই কেউ সফল হয়না। ককটেল ভাই, আপনি কি ক্ষমতাবান এই জন্যে যে আপনার নামের শুরুতে "কক" শব্দটি রয়েছে! আমি দু:খিত এ ক্ষমতা একটা ইদুরেরও রয়েছে!
আমি : জনাব চাপাতি, প্লিজ কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না! এটা টক শো না! মিস্টার রাইফেল, এবার আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা! আর সেটি হলো- বুকে ঠেকিয়ে গুলি করে মানুষ মারা! এ কাজটি আপনি স্বাচ্ছন্দেই করে থাকেন।
ক্যামনে লাগে আপনার?
জনাব রাইফেল : প্রথমত, আপনাকে আমি একটু শুধরে দিতে চাই! আমি মানুষ মারি না, মানুষ আমাকে মারে! ইংরেজিতে একটা কথা আছে- Guns Don't Kill People, Gun Culture Does ! তাই, এই সংস্কৃতিকে যারা লালন করে আমি তাদের গোলাম মাত্র! আমার নিজস্ব আবেগ-অনুভূতির কোনো দাম নেই! তবে, ট্রিগারে চাপ পড়লেই আমি গর্বের সাথে আমার দক্ষতা প্রর্দশন করি।
আমি : মিস্টার ককটেল এবং চাপাতি, আপনারও কি মনে করেন, আপনারা কেবলই একটি আজ্ঞাবহ হাতিয়ার?
ককটেল : সেটাতো অবশ্যই। আমরা মানুষ মারি না, মানুষই আমাকে মারে। মাঝে মাঝে আমার মনে হয়, মানুষের জন্য আমার জন্ম হয়নি, আমার জন্যই মানুষের জন্ম হয়েছে! আমি ধন্য! (ভেটকি)
চাপাতি : একটা কথা আমি বলতে চাই, আমার নাকি জন্ম হয়েছিল মনুষ্যখাদ্য কাটিং এবং ট্রিমিং-এর জন্য! এখন আমাকে ব্যবহার করা হচ্ছে কীটপতঙ্গ-পশুখাদ্য হিসেবে মানুষকে সাইজ করার জন্য! অবশ্য ককটেলের জন্মই আজন্ম পাপ! ওনার কোনো সু-ব্যবহারের ইতিহাস নেই!
(এর মধ্যেই কথা কেড়ে নেয় মিস্টার রাইফেল)
রাইফেল : ককটেলের জন্মকে কে আপনি দোষ দিতে পারেননা। আমাদের জন্ম হয়না, আমাদের আবিস্কার হয়! দোষ দিলে আপনি মিস্টার ককটেলের আবিস্কারককে দোষ দিতে পারেন! আর আমাদের সু-ব্যবহার, কু-ব্যবহার আমাদের হাতে নেই! আমরা কেবলই একটি সহিংসতার, প্রতিহিংসার টুলস!
আমি : বাংলাদেশের জনগণের কাছে আপনার ব্যাপক পরিচিত।
এই মাত্র এ দেশে যে ছেলেটি ভুমিষ্ট হলো, সে জন্মেই তার বাপ-মা কে চিনবে না, চিনবে আপনাদের! আপনাদের কি জনপ্রিয়তা!
রাইফেল : জনপ্রিয়তা নয়, রাজনীতি প্রিয়তা!
আমি : জ্বি জ্বি, রাজনীতি প্রিয়তা! বাংলাদেশের বর্তমান প্রেক্ষপট এবং পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে বলে আপনারা মনে করেন? প্রথমে, জনাব চাপাতি!
চাপাতি : আসলে পরিস্থিতি কোথায় যাবে, সেটা আমরা বলতে পারবোনা! তবে, পরিস্থিতি যেখানেই যাকনা কেন, আমরা সেখানেই যাবো!
ককটেল : যেমন আগামীকাল হরতাল! কে হরতাল দিয়েছে, কেন দিয়েছে সেটা আমি জানিনা! আমি শুধু জানি লক্ষ্যবস্তুর উপর আমাকে বাধ্যগতভাবে হামলে পড়তে হবে। চিকেন গ্রীলের মতো, হিউম্যান গ্রীল তৈরি করতে হবে! এটাই আমার ধর্ম!
রাইফেল : আমাদের কোনো আস্তিকতা-নাস্তিকতা নেই, আমাদের কোনো রাজকার-মুক্তিযোদ্ধা নেই, দেশপ্রেমিক-দেশদ্রোহী নেই! সংসদ-সংবিধান নেই, আইন আদালত নেই। আমরা কেবলই ধ্বংস চিনি-ধ্বংস! বাংলাদেশ কোথায় যাবে সেটা আমরা যদি বলে দিই, তাহলে আপনারা কেউই বেঁচে থাকবেন না! আর আপনারা বেঁচে না থাকলে, আমরাও অকেজ!
আমি : ধন্যবাদ, আপনাদের তিনজনকে! প্রিয় দর্শক আমার অতিথিরা স্ব স্ব অবস্থানে এখনো রয়েছে। অতএব, আমি এবং আপনারা কতোটা নিরাপদ সেটা বুঝতেই পারছেন! বেঁচে থাকলে আবার ফিরে আসবো, এই কামনায় শেষ করছি। শুভরাত্রি!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।