জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়। বাসে উঠেই মেজাজ বিগড়ে গেল , একই ফ্যামিলির ১২ জন , তিন কোলের গেদা , তিন মাঝারি গেদা , একজোড়া অতি উৎসাহী কন্যা , ২ জোড়া স্বামী স্ত্রী আর তাদের মাতা। বসেই তিন জন জুনিয়র গেদা হাউকাউ করে বাস মাথায় তুলে ফেলল। মাঝারি গেদারা বুট চানাচুর আচার আর যা পায় তাই গিলছে। গাড়ির এসি ছাড়তেই শুরু হল কাহিনি।
বাসের জায়গায় জায়গায় বোম (পলিথিন) ফিট করে আগাম বিষ্ফোরনের (বমি) প্রস্তুতি শুরু করল গেদা বাহিনী। এক জায়গায় এসে দেখি দুই গ্রুপ মারামারি করে রাস্তা বন্ধ। বিশাল গাড়ি অন্য রাস্তায় ঘুড়িয়ে ড্রাইভার নিয়ে আসল আশুগঞ্জ। বন্ধু সাইদুরের জন্য টিকেট কেটেছি বিবাড়িয়া থেকে। সে বসেই আতকে উঠে বলল , সর্বনাশ ! জায়গায় জায়গায় তো দেখি বোম ফিট করা , দাদা , আজকে কাম সারছে।
গাড়ি ভৈরব ছাড়তেই শুরু হল গেদা বাহিনীর বাস কাপানো আক্রমন , তাদের একের পর এক বোমের বিষ্ফোরনে আমাদের দুই বন্ধুর পেটের নাড়ি মুখে চলে আসে প্রায়। এর মধ্যে গেদা বাহিনি নিজেদের মধ্যে মারামারি শুরু করল। ঠিক তখই গেদাদের নানী/দাদী শুরু করল বাস কাপিয়ে বোম ফোটানো (বমি)। রূপগঞ্জে এসে আমার আর শেষ রক্ষা হল না। সাত বছরের বাস জার্নির ইতিহাসে মাইল ফলক তৈরী করে আজ আমিও তাদের অত্যাচারে বোম ফুটিয়ে বসলাম।
হায়রে এসি বাস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।