ন্যাকামো ভীষণ অপছন্দ, যদিও বাধ্য হয়ে সহ্য করি! সংগ্রাম, আন্দোলন আর দাবি আদায়ের দেশ বাংলাদেশ! আর আজকের ছাত্র-ছাত্রীরা হলো আগামীদিনের গণ-আন্দোলনকারী। তবে মূলত উচ্চ-মাধ্যমিকের পরই শিক্ষার্থীরা কার্যত রাজনীতি-আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিতে বাধ্য হয় এবং/বা সুযোগও পায়। এবার মেডিকেলে ভর্তি ইস্যূতে এইচএসসি উত্তীর্ণরা সে রিহার্সালের সুযোগ পেয়েছে আগেভাগেই। চলুন দেখি, রোদ-বৃষ্টিতে কিভাবে তারা সময় কাটাচ্ছে রাজপথে... • বিষয়টি নিয়ে আদালতে রিট হয়েছে - এখনো কোনো রায় হয়নি। • চলছে ওদের রাজপথে আন্দোলন... ভোগান্তি... • অনেকে আবার এ আন্দোলনের ইন্ধন হিসেবে কোচিং সেন্টারগুলোকে দায়ী করছেন! • কেউ বলছেন, সরকারের এমনিতেই তো তেমন ভাল সময় কাটছে না! কেন যে তাঁরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এসব নতুন নতুন ইস্যূ তৈরি করছেন? • ব্যাপারটি মৌলিক দিক থেকে ভাল হলেও হঠাৎ করেই এর প্রয়োগ এবং বাস্তব স্বচ্ছতা নিয়ে সবারই ব্যাপক সংশয় রয়েছে! • এদিকে গতকাল মাত্র আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন: আলোচনার মাধ্যমে মেডিক্যালে ভর্তি সমস্যার সমাধান করা হবে। এর আগে অবশ্য তিনি একবার টিভিতে বলেছিলেন: ‘পরীক্ষা নাই, দৌড়াদৌড়ি করো, বেড়াতে যাও, কক্সবাজার যাও, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, সিনেমা দেখো’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।