কি আর বলব কিছু লিখলেই হয় ছাগু না য় ভাদা বইলা গালি খাইতে হইব......। তয় আমি যা সত্য তাই লেখুম কারন আমি ভাদা ও না ছাগু ও না, আমি বাংলাদেশী। কয়দিন যাবত দেখতাছি টকশো, পত্রিকা, ব্লগ, ফেসবুক সবযায়গায় সমাজের বহুত বড় বড় বিশেষ-অজ্ঞ রা আমাগো দেশের নো-বেল বিজয়ী ডঃ ইউনুস সাহেবের পক্ষে বিপক্ষে আলুচনার সিডর তুলতাছে ! কেউ কেউ আবার মুক্তিযুদ্ধে উনি কি করছে, স্মৃতিসৌধে-শহীদ মিনারে, বঙ্গবন্ধুর মাজারে যায় না কেন? সেইটা নিয়াও প্রশ্ন তুলতাছে! উনি নাকি গ্রামীন ব্যাংক এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হইছে আবার সেই টাকা দেশের বাইরে পাচার ও করছে! আমি জানি না কতটুকু সত্য। হইতে ই পারে আমার কথা হইল যারা এগুলা এখন কইতাছে তারা এত কিছু জাইনা ও এত বছর চুপ ছিল কেন? নাকি এত বছর কমিশন পাইত সেইটা বন্ধ হইয়া গেছে? তা ছাড়া গ্রামীন ব্যাংক এর লোনের বোঝা সইতে না পাইরা অনেক গরীব আত্মহত্যা করছে, তো এর বিপক্ষে এত বছর কোনো স্টেপ নেয়া হয় নাই কেন? কোনদিন তো শুনলাম গ্রামীন ব্যাংকের কারো নামে কোনো কেস হইছে? সরকার দল, বিরোধী দল, এরশাদ কাকা সবাই তো ক্ষমতায় আছে বা আগে ছিল তারা কি তখন বইসা বইসা বা..ছিড়ছে? আর যে পন্ডিত রা এখন চিল্লায়া পরিবেশ দুষণ করতাছে তারা কোন চ্যা...টা করছে? এখন ঐ বেটা ইন্টারন্যাল ফিগার হইছে, আন্তর্জাতিক ভাবে সন্মানী হইছে এখন প্রমানের জন্য উইঠা পইরা লাগছে বাংলাদেশের অন্যতম সন্মানীত ব্যক্তিটা একটা ভন্ড-চোর-বাটপার! তাতে মনে হয় দেশের সুনাম আকাশে উঠতাছে! আজিব এক দেশের বাসিন্দা আমরা! এই ব্যাপারটাকে এত নোংরা রাজনীতি তে পরিনত না করে আর ঐ তথাকথিত চুশীল নাগরিকদের লেবু কচলানোর সুযোগ না দিয়ে আরেকটু ভদ্রভাবে হ্যান্ডেল করলে কি খুব ক্ষতি হ্য়? এই প্রসংগে একটা জোকস দিয়ে শেষ করি আমার এই উলুবনে মুক্তা ছড়ানো ## জাহান্নামে প্রত্যেক দেশের জন্য আলাদা থাকার জায়গা ঠিক করা তো প্রতিটা করিডোর থেকেই শাস্তি শেষে জান্নাতে যাওয়ার একটা দরজা আছে। সেই দরজা গুলাতে পাহারা বসানো যাতে কেউ সাজা শেষের আগেই আবার পালিয়ে জান্নাতে না যায়! শুধু বাংলাদেশের দরজায় পাহারা নাই! তো পাশের দরজায় একজন নতুন পাহারাদার আসছে সে ঐ দরজায় কাউকে না দেইখা অবাক হইয়া তার সঙ্গীরে জিগাইলো ঐটা খালি কেন? সে উত্তর দিল-ঐটা নিয়া চিন্তার কিছু নাই কারন আগে পালানো তো দূরের কথা সাজা শেষেও যদি কেউ জান্নাতে যাইতে চায় তাইলে আরেক বাঙ্গলী তারে পিছে থিকা টাইনা আবার জাহান্নামে নামাইয়া ছারব মিয়া so no tension ! এইটা আসলে কৌতুক না আমাগো বাস্তব চিত্র !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।