একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি ঠিক বুঝলাম না এইটা কি চাল নাকি অন্য কিছু ! সবগুলো সিটিতেই আওয়ামী সমর্থিত প্রার্থীরা পিছিয়ে আছে । সহজ সমীকরণটা এরকম যদি হয় যে সরকার দেখাচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা স্বচ্ছ হয় এর প্রমাণ হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচন হবে রুল মডেল । জাতীয় নির্বাচনে বিম্পি যদি একটা বিশাল মুলা হাতে পায় তখন ম্যাঠামের কিসসু করার থাকবে না । যদিও আমি রাজনীতি নিয়ে মাথা ঘামাই না তবুও কেন যে খটকা লাগল যখন দেখলাম বরিশালে হিরন পিছিয়ে আছে । অনেক বন্ধুদের মুখে শুনলাম বরিশাল নাকি উন্নয়নে ভাসিয়ে দিয়েছেন শওকত হুসেন হিরন । সবাই নাকি চোখ বন্ধ করে তাকেই আবার নির্বাচিত করবে । কেমনে কি ?? সেই হিরন পিছিয়ে পড়েছে তাইলে কি মানুষ বেঈমানি করল নাকি আপাতত এই পরাজয় সামনে বড় জয় দিয়ে ঢেকে দিবে আর সেটা হবে জাতীয় নির্বাচন । রাজশাহি , সিলেট , খুলনা , বরিশালের লঞ্চ আপনি চাইলে আপনার মতামত প্রকাশ করতে পারেন । রাজনীতি শিখতে মুঞ্ছায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।