আমাদের কথা খুঁজে নিন

   

ফালতু কাব্য [আপুদের জন্য নহে ]

ভালো থাকার চেষ্টা করি সদা ১ আজ-কালকার মাইয়্যা গুলা ভীষন রকম ব্যস্ত মেক্যাপ কইর‍্যা বাড়াইয়্যা ফেলে তাদের বয়স-স্বাস্থ্য। ২ জ্যোৎস্না রাতের কাব্য গুলো মুছে ফেলাই ভালো তুমি এখন মোবাইল কানে বলছো অন্যকে হ্যালো। ৩ ভুলেও যদি বুঝতে দাও ভালোবাসো তাহারে আসমান সমান ভাব তার মনে তোমার আহারে। ৪ তোমার কথা সর্বদাই মনে আমি জঁপি দেখা হলেই ম্যানিব্যাগটা তোমার কাছে সঁপি। ৫ ছেলেটা ভালো ছিলো ছিলো খুব সুখি বিয়া কইর‍্যা এখন সে সবচেয়ে দুঃখী। [আপুরা উল্লেখিত আগাছা গুলা ইগনর করবেন]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।