আমাদের কথা খুঁজে নিন

   

ও যদি খেতে চায়

ও যদি খেতে চায় খেতে দাও,- অসম অসুখ। দুরত্বের ক্ষত কিংবা মহৎ অবদান। ও যদি খেতে চায় খেতে দাও,-বিষাক্ত সুখ। প্রান্তীক পোকা বা পক্ষ অলস ঝুলে থাকা গাভীর বান কিংবা আদান-প্রদান। ও যদি খেতে চায় খেতে দাও,- ঘর-গেরস্থালির অস্থি,- উৎপাদন যন্ত্র। মন ও মন্ত্র কিংবা কুসুমের ভেতর থেকে বিযুক্ত ওম। সুপ্ত ঘ্রান যদি- খেতে চায়,খেতে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।