আমাদের কথা খুঁজে নিন

   

আজ ওরাও সভ্য হচ্ছে

আজ মায়ানমারের প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের নেত্রীকে তথ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে। যারা যুগের পর যুগর ধরে স্বৈরাচারীর পোশাক পরে নির্বিচারে নিজ দেশের লোকেদের হত্যা করলো। যাদের গাঁ থেকে এখন পর্যন্ত স্বৈরাচারীর গন্ধ পর্যন্ত যায়নি। আজ তারা নিজেদের উদারতা, সাহসীক রাজনৈতিক পদক্ষেপ আর বিচক্ষনতা দ্বারা আমাদেরকে কি যেন বলে গেল। তাই আমার মনের কষ্ট গুলো, অশ্রুর ভাষা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম।

আমরা কি কখনওই এমনটি দেখতে পাবো না..? তুমি আর কতো কান্না কুড়াবে হে স্বদেশ; কথা কতো হল আর কতো হবে কথায় কি পরে রবে তুমি হে স্বদেশ? কান্না কতো আর কুড়াবে বলো হে স্বদেশ। বনের পশুরা সভ্য হচ্ছে আজ; হিংস্য ছিল মাংসাসী ওরা মানুষ হচ্ছে আজ; তুমি কতো আর কান্না কুড়াবে হে স্বদেশ। তুমি কি দেখোনা বিশ্বটাকে হে স্বদেশ মাতা? তুমি কি বুঝনা শুধু মমতা আজ মোরা আর চাইনা; তুমি তোমরা সে সভ্যতা দিয়েছ তাতো পূর্বের দান। একটু তুমি মাথা উচু করো দেখ বিশ্ব এগিয়েছে অনেক দূর; আমরাও যে পিছিয়ে পড়েছি যোজন যোজন কোষ দূরে; তুমি আর কতো কান্না কুড়াবে হে স্বদেশ। স্বৈরাচারীরা অস্ত্র রেখে আজ গণন্ত্রণ বলে ডাকছে।

আর আমরা বলি গণতন্ত্র এনেছো মুক্তি দাও, স্বাধীনতা দাও; চাইনা আমি তোমাদের তন্ত্র কোন মন ভুলানো মন্ত্র; ভাতৃত্ব চাই ভাতৃত্ব দাও আমরাই জোগাবো অন্ন। লেখক: আমি নিজেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।