আমাদের কথা খুঁজে নিন

   

মিস আমেরিকা প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি পারমিতা মিত্র

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর। এবারের মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পারমিতা মিত্র। আগামীকাল রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় লাসভেগাসে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। মিস আমেরিকা প্রতিযোগিতার নানা পর্ব সরাসরি সম্প্রচার করবে মার্কিন এনবিসি টেলিভিশন।

পারমিতাই প্রথম বাংলাদেশি অভিবাসী, যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে পারমিতা জানিয়েছেন, মার্কিন মুলুকের সাড়াজাগানো এ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তিনি দীর্ঘ দিন থেকে প্রস্তুতি নিয়েছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে পারমিতার বড় ভাই অম্লান মিত্র জানিয়েছেন, তাঁদের পুরো পরিবারই এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পারমিতাকে সাহস জোগাবেন। ১৯৯২ সালে পারমিতা যখন তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান, তখন তাঁর বয়স ছিল মাত্র এক বছর। মিসিসিপি অঙ্গরাজ্যে বসবাসরত পারমিতা মিত্র মহাকাশ প্রকৌশল বিষয়ে পড়া-লেখা করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।