নিজের করি নিজে খাই বলার তেমন কিছু নাই । চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলিগের পরাজয়ের মূল কারন গুলির মধ্যে সবচেয়ে অন্যতম কারন হলো আমাদের মাননীয় প্রধান মন্ত্রী সবসময় ই তার নিজের প্রসংশা শুনতে খুব ই পছন্দ করেন আর তার চার পাশে যারা আছেন তাদের মধ্যে যে যত বেশি মাননীয় প্রধান মন্ত্রীর প্রসংশা করতে পারেন মাননীয় প্রধান মন্ত্রী তাকেই সবচেয়ে কাছে টেনে নেন এবং খুবই ভালাবসার পাত্র হিসেবে বেছে নেন । অথচ যারা মাননীয় প্রধান মন্ত্রী সর্বদা মংগল কামনা করেন তাদের বাস্তব উপদেশ বা অনুরোধ তিনি কখন ই ভাল ভাবে গ্রহন করতে পারেন নি বা ঐ সকল ব্যক্তি বর্গ তেমন ভাবে গত প্রায় পাঁচ বৎসরে তার কাছা কাছি আসতে পারেন নি । তাই বাংলা দেশের জনগন সত্যিকার অর্থে কি চায় তা তিনি ঠিক ভাবে বুঝর উঠতে পারেন নি । তাই বর্তমান সরকারের সাথে বাংলার জনগনের মতের একটা বিশল পার্থক্য তৈরি হয়েছে । এবং তাতে জনগন বর্তমান সরকারের কাছ থেকে তাদের সেই আশা আকাংখা ও প্রাপ্তি যে বিশাল অনুভব করেছে তার বহিঃপ্রকাশ ই একটা অংশ আজকের চার সিটি করপোরেশন নির্বাচনে ।*****************************
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।