বহু দূর যেতে হবে । মুক্ত মনা ও মুক্তিকামি বন্ধু আপনাকে সালাম। হাঁ আমরা মুক্তমনা, কিছুটা ব্যাখ্যা করা প্রয়োজন, রাজনৈতিক প্রতিহিংসা ,লেজুড়বৃত্তি, নির্বুধ স্বার্থপরতা ,কর্পোরেট দাসত্ব, ভোগবাদী সমাজ ব্যবস্থা্রা আমাদেরকে শৃঙ্খলিত করতে পারেনি। আমরা মুক্ত। আমরা বিজ্ঞাপন এর মোহে বহুজাতিক কম্পানির বেঁধে দেয়া লিভিং স্ট্যান্ডার্ড এর দাসত্ব করি না।
আমাদের পা কে নেতৃত্ব দেয় আমাদের ভাললাগা ভালভাসা। আমরা আমাদের আত্মার ইচ্ছা শোনতে পাই। আমরা পৃথিবীকে সুন্দর দেখতে চাই। সত্য ও সুন্দর এর খুজে আমরা ছুটে বেড়াই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সুন্দর ও অজানার খুজে ছুটে চলছি অবিরত, অজানা কে জানতে পেরে সুন্দর কে আবিস্কার করে খুজে পাই নিজেকে বারবার।
ক্ষুদ্র আমি আমাকে দেখি বিশাল সমুদ্র পদতলে। দুর্জয় আমি ক্লান্ত পাহাড়ে। আমার সাদা চোখ মুগ্ধ ঝর্না ও ঝিরিতে । পাখির কলতান, বাতাসের শো শো শব্দ , দূর পাহাড়ে কুয়াশার চাদর, নীল আকাশে সাদা মেঘ, রিমঝিম বৃষ্টি, রাশমেলা, রাখাইন সাংগ্রেং উৎসব,নবান্ন, পৌষ সংক্রান্তি, বর্ষবরণ , কত কি । বলে শেষ করার চেষ্টা বৃথা ।
ভাললাগার ভালবাসার এত সব রসদ ছড়িয়ে ছিটিয়ে আছে , দেশের সব প্রান্তে। তারই খুজে আমাদের পথচলা । আমার এই লিখার উদ্দেশ্য এই পথচলা যেন দীর্ঘজীবি হয় ।
যে পথ আমি পাড়ি দিচ্ছি সেই পথ যেন অক্ষত থাকে আমার আনুজ এর জন্য। প্রকৃতি ও জীববৈচিত্র্য যেন কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
আমার উপস্থিতি, অবস্থান যেন কোন ভাবে স্বাভাবিক প্রাকৃতিক শৃঙ্খলাকে বিরক্ত না করে।
মানুষ সৃষ্টির সেরা জীব| অতান্ত দুঃখ জনক সত্য: মানুষ ই একমাত্র প্রাণী যে পৃথিবীকে নিজের জন্যতো বটেই অন্য সব প্রাণীর জন্য বসবাস অনুপযোগী করে তোলেছে। কখনও সভ্যতার নামে, কখনও বিজ্ঞান এর অভিশাপে, জীবনকে আরাম দায়ক করার অযুহাতে। এই ধ্বংসের মিছিলে আমাদের উপস্থিতি কাম্য নয়। সৃষ্টির ক্ষমতা হয়ত আমার নেই কিন্তু আমিতো পারি ধ্বংসের উৎসব বন্ধ করতে।
কমপক্ষে আমার হাতে, আমার অবহেলায় যেন আমাদের ভালোলাগা ভালবাসার জগতটা নষ্ট হয়ে না যায়।
আমার কথা বলি: নিতান্তই আমার অভিজ্ঞতা। খুব বেশি ভ্রমন করার সুযোগ আমার হয়নি, খুব প্রচলিত ট্যুরিস্ট স্পট গুলুর বাইরের পৃথিবী আমার অজানা অদেখা। বান্দরবান, সুন্দরবন একবার করে যাওয়ার সৌভাগ্য হয়ে ছিল , কেউকারাডং এর উপর দাড়িয়ে এভারেস্ট জয় করার স্বাদ নিয়েছি । ট্রাভেল অপারেটর এর সাথে সুন্দরবন ভ্রমন অনেকটা নৌভ্রমন এ মনে হয়েছে আশা করেছিলাম অ্যাডভেঞ্চার পূর্ণ একটা ভ্রমন হবে, হতাশ হয়েছি বলার সুযোগ নেই গাইড এর দেখিয়ে দেয়া পথ মারিয়ে মুগ্ধ হয়েছি প্রতি মুহর্তে।
মুগ্ধতা ও বিস্ময় এর মোহের মধ্যে থেকেও যে বিষয়টি আমাকে আহত করেছে বারবার, প্রশ্নবিদ্ধ করেছে নিজের শ্রেষ্টত্তকে, তা আমার অবহেলা । সৃষ্টির সেরা জীব হয়েও পৃথিবীর, প্রকৃতির, জীব বৈচিত্রের যেই ক্ষতি সাধন আমি করছি অন্য কোন প্রাণী কি তার কিয়দংশ করেছে ? তাহলে কোন বিচারে আমি শ্রেষ্ট ? সেন্টমার্টিন দ্বীপ এর সাদা বালিতে অ্যালকোহল বোতল এর ভাঙ্গা কাঁচের আঘাত আমার পায়ের রক্ত ক্ষরন করে বোধ পর্যন্ত পোঁছাতে পারে না কেন ? পাহাড়ের দূর্গম পথে, কেউকারাডং এর চূড়ায় আমার ফেলে আসা চিপস আর নূডল্স এর প্যাক স্বাগত জানাছে অভিশপ্ত দিনকে। আমি তো পৃথিবীর অভিশাপ হতে চাইনি তবে কেন এই অবহেলা ? আমার বোধ তো মরে যায়নি, মরে যায়নি বলেই আমি সুন্দর কে ভালবাসি। আমি জীবিত আমি যেন জগ্রত হই এই পথচলা যেন দীর্ঘজীবি হয়
মুল লিখা এইখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।