বিবৃতি দেয়া তো দোষের কিছু না, বিবৃতি দিয়ে জীবিকার সংস্থান করা ও আজকাল একটা ফুলটাইম এবং পার্ট টাইম পেশা। দালালী ও কোন খারাপ পেশা না। ইংরেজীতে "ব্রোকার" শুনতে অবশ্য বেশী ভাল লাগে।
কিন্তু একটা দেশের সবাই বুদ্ধিজীবি না কেন? কাদের আমরা 'বুদ্ধিজীবি' বলি? কেন বলি?
আমি মনে করি, তাঁরা সাধারন এর চাইতে বেশী শিক্ষিত, অভিজ্ঞতা সম্ম্দ্ধ । যাদের একটি পরিস্কার বিবেক আছে, আলোকিত অতীত এর কারনে সমাজে একটা সম্মানজনক অবস্থান আছে।
আমজনতার চাইতে তাঁরা বেশী সংবেদনশীল। ৭১ এ গর্বিত ভূমিকা ছিল। নির্মোহ। দেশের প্রয়োজনে সকল ব্যক্তিগত লালসাকে দুরে রেখে উপদেশ দেবেন। সাহায্য করবেন, সহযোগীতা করবেন।
সব পেশার ই একটা নীতি থাকে। আমি একজন চোরের দেখা পেয়েছিলাম যে কোন শিক্ষক ও অন্যধর্মের কারো বাসায় চুরি করত না। একজন চশমখোর ব্যবসায়ী কে এখনো জানি যিনি তরুনদের সাথে খুব সহজ শর্তে ব্যবসা করেন। আমার একজন শিক্ষক ছিলেন (এখনো আছেন) যিনি কোনো একজন ছাত্রকে দু মাসের বেশী পড়াতেন না। আমাদের এই ব্লগে ও অনেকে আছেন যারা পরিচিত/অপরিচিত, ঘরে হোক বা বাইরে, ছোটদের সামনে ধুমপান করেন না।
এগুলো হচ্ছে নীতি।
বোঝার বয়স হবার পর থেকে দু একজন কে বাদ দিলে আমি কেবল দলীয় বুদ্ধিজীবি ই দেখে এসেছি। এবং এই বুদ্ধিজীবিরা শুধু বুদ্ধির চতুর ব্যবহারেই নিপুণ। বিবেক এর নামগন্ধ ও নেই! নীতির প্রশ্নে তাদের অবস্থান ডানে এবং বামে। একটু বেশী চতুর যারা, তাঁরা আবার মাঝখানে।
ফুলের বাগানে কীট এর মত তাঁদের পাওয়া যাবে বিভিন্ন রং এর আড়ালেও। সাদা, নীল, গোলাপী মোড়কে। আসল রং কিন্তু তাঁদের একটাই। হলুদ। ইনাদের আবার কেউ ধার্মিক, কেউ মুক্তমনা, কেউ বক ধার্মিক।
কেউ গোড়া, কেউ ঘরপোড়া! কেউ সমকামী, কেউ বহুগামী। কেউ মধ্যরাতে অশ্ব নিয়ে বের হন, কেউ বা অভাজন। আবার কেউ বা মহাজন; করেন পতিতা গমন। পরিমিত। কিন্তু নিয়মিত।
আর এদের হাতেই আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও ভাবমুর্তি রক্ষার দায়ীত্ব। ঠিক আছে, আমরা আমজনতা। কি করার আছে আমাদের? ঘরের ছাদ ফাটিয়ে আস্ফালন করা ছাড়া! আগে যা ও এই আমের কিছু কোয়ালিটি ছিল এখন তো ফরমালিন এ চুবানো! কস্মেটিক জ্ঞান। কস্মেটিক ভালবাসা। কস্মেটিক দেশপ্রেম।
তবু আল্লাহ্ ভরসা। বাংলাদেশে যখন জন্ম নিয়েছি, এর শেষ দেখেই ছাড়ব ইন্শাল্লাহ্। শুধু একটা প্রশ্ন, এই বুদ্ধিজীবিরা বেশীরভাগ সময় ৫১ জনেরই হয় কেন?! অথবা বিয়ের কাবিন এর মত ১০১ জন! ৪৯ না, ১০০ ও না!! কেন?! ৫২, ৬৯, ৭১, ৭৫, ৮১, ৯০ ... এমন হলে অনেক বেশী যুক্তিগ্রাহ্য হোত না? বুদ্ধিজীবিদের দ্ষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।