আমাদের কথা খুঁজে নিন

   

৪-০ তে ধরাশায়ী মহাজোট!

দেশের চারটি সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থিত মেয়র প্রার্থীদের ভরাডুবি হতে চলেছে। দেশের সার্বিক পরিস্থিতিতে এ চারটি নগরের নির্বাচনের ফল খুবই তাত্পর্যপূর্ণ। নির্বাচনের ফল কেবল জনমতের বহিঃপ্রকাশ নয়, রাজনীতির ‘সরল গাণিতিক সমস্যার’ রাজনৈতিক উত্তরও বটে।

সিলেট নগরের নির্বাচনের ফল ঘোষণা করেছেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা। সেখানে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমর্থিত প্রার্থী আরিফুল হককে জয়ী ঘোষণা করা হয়েছে।

পরাজিত প্রার্থী ও বর্তমান মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আরিফুল হককে অভিনন্দন জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল নগরের নির্বাচনে ১০০টি কেন্দ্রের মধ্যে ৮৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে বিএনপি-সমর্থিত আহসান হাবিব আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেনের চেয়ে প্রায় সাড়ে ১১ হাজার ভোট পেয়ে এগিয়ে আছেন।
খুলনার নির্বাচনেও একই রকম পরিস্থিতি। সেখানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান ১৪ দল-সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেকের চেয়ে প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে আছেন।



রাজশাহী নগরের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মো. মোসাদ্দেক হোসেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট-সমর্থিত এ এইচ এম খায়রুজ্জামানের চেয়ে ৩১ হাজার ভোটে এগিয়ে আছেন।

এসব সিটি করপোরেশনের যে কয়েকটি ভোটকেন্দ্রের গণনা এখনো বাকি আছে, তাতে যদি মহাজোট সরকারের প্রার্থীরা জয়ীও হন, তবুও মোটের হিসাবে তাঁদের জয় লাভ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে।
দেশের জাতীয় নির্বাচনে নগর নির্বাচনের ফল কী প্রভাব রাখবে সেটিই এখন দেখার বিষয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।