আহমাদ ইউসুফ
রুক্ষ শীতের পাতা ঝরা দিনে
কোন এক গোধূলী লগনে, সূর্য যখন পাটে।
একাকী বসে, আমি এক ভবঘুরে
শান্ত সরোবরের টলমলে জলে।
তোমায় দেখি, তোমার চোখ
ভেসে আসে কাক-চক্ষু জলে
আমি বসি কংক্রিট আসনে উদাস, আনমনা হয়ে
তোমার স্মৃতি রোমন্থনে।
তোমায় ভাবি, অন্তচক্ষে দেখি
জলকেলিতে মত্ত, উচ্ছ্বল প্রানবন্ত একঝাক
শুভ্র রাজহংসীর দলে।
কখনো বা তোমায় দেখি
দিগন্ত ছাড়িয়ে ভেসে চলা বলাকার ভিরে।
তোমায় দেখি, তোমার আয়ত শরীর
ভেসে আসে মানসপটে, এক স্বপ্নীল আবহে।
আমি মন্ত্রমুগ্ধ তোমায় দেখে
তোমার স্মৃতি রোমন্থনে।
এক অদ্ভুত ভালোলাগা আমায় ঘিরে থাকে
শান্ত সরোবরের কাক-চক্ষু জলে
উন্মনা আমি তোমায় দেখে।
প্রায়ই বসে থাকি তোমারি পথ চেয়ে
অশরীরি এক হিমেল পরশে।
যদি ফিরে আসো কভু এই পথ ধরে
কোন এক শীতের সন্ধ্যায়, গোধুলী লগনে
ফের ভালোবেসে।
আহমেদ ইউসুফ
ঢাকা, ২৭ আগষ্ট ২০১২ ইং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।