আমাদের কথা খুঁজে নিন

   

আই কিউ( I.Q. Test) টেস্ট -01। উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দিন। আপনার আই কিউ এর অবস্থা দেখুন

"ধর্ম ছারা বিজ্ঞান পঙ্গু,বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। "-আলবার্ট আইনস্টাইন আই কিউ( I.Q. Test) টেস্ট -01। উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দিন। আপনার আই কিউ এর অবস্থা দেখুন। মোট নাম্বের 50 ।

প্রতি প্রশ্নের মান ১০। ১। নিচের প্যাটার্নগুলো খেয়াল করুন এবং (?) চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি বসান, i. ১,২,৫,১০,১৭,২৬,৩৭,৫০,৬৫,৮2, ? ii. ১,২,৫,১৪,৪১,১২২, ? ২। ধরুন একটি এলাকায় প্রবেশ করার জন্য একটি মাত্র রাস্তা আছে । এই রাস্তায় একটি চেক পোস্ট আছে।

চেক পোস্টে একজন সিকিউরিটি গার্ড আছে । কোন কারনে একদিন অই রাস্তায় ‘নো এন্ট্রি’ জারি করা হলো ও সিকিউরিটি গার্ডকে গাড়ি ঢুকতে দিতে বারণ করা হলো। কিন্তু দেখা গেল সেই দিনই একটি ট্যাক্সি ড্রাইভার অই চেকপোস্ট দিয়ে এলাকায় প্রবেশ করল । কিন্তু সিকিউরিটি গার্ড কোন বাধাই দিলনা । তবে এতে সিকিউরিটি গার্ডের দ্বায়িত্বে অবহেলা হয়নি ।

প্রশ্ন হল কেন তার দায়িত্বে অবহেলা হয়নি? ৩। ২+২=৫ কি করলে উক্ত গানিতিক বাক্যটি সঠিক? ৪। নিম্নের সমিকরনগুলতে চিহ্নের গোলযোগ আছে । ঠিক করে দিনঃ i. ১৫/৫৬+১৮=৫৩ ii. (৬৪^৩)-৭৬৬+১৩=৭৫৭ ৫। ১০ জন মানুষ প্রত্যকে পরষ্পরের সাথে কমপক্ষে একবার হাত মিলানো হলে (একজনের এক হাতের সাথে অপর জনের একহাত) তাদের মাঝে মোট কয়বার হাত মিলানো হবে)? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।