আমাদের কথা খুঁজে নিন

   

"....দোষ যতটা সবটা তাদের; আর গুণ যত গুলো সবগুলো আমার...।" দেখেন তার বাস্তব নমুনা...

চারটা সিটি নির্বাচনে আমাদের আওয়ামীলীগের ভরাডুবির জন্য দলীয় নেতারা নির্বাচনের প্রার্থীদের দোষ ত্রুটির লিস্ট দিয়েই চলছেন। বিস্তারিত দেখার জন্য এই লিংকে যান Click This Link আসল দোষ কিন্ত প্রার্থীদের ঘাড়ে চাপিয়ে লাভ হবেনা। আসল দোষ আমাদের বড় নেতাজানের। আমাদের নেতাজান উনার ব্যাক্তিগত প্রতিশোধ নেয়ার জন্য দেশের অনেক সম্পদ ব্যায় করেছেন। নিজের পরিবার পরিজনের পকেট তাজা রাখার জন্য দেশের স্বার্থ বলি দিয়েছেন। নেতাজানের গাফলাতির কারনে আমাদের এই দশা! জনসম্মুখে মূখ দেখানো এখন দায়। এক জায়গায় নয় চার জায়গায় আমাদের চার জন মেধাবী নেতাদেরকে এর খেসারৎ দিতে হয়েছে। এই নেতাজানকে দিয়ে আমাদের মহান নেতা, জাতির পিতার নৌকাকে আর ভাসিয়ে রাখা যাবেনা বলে মনে হচ্ছে। আমাদের প্রয়োজন নতুন নেতার - পচা-বাসি নেতাজানকে দিয়ে দেশের বা আমাদের দলের আর কোন ফায়দা হবে না।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।