আমাদের কথা খুঁজে নিন

   

"ঈদ নিয়ে অতি পরিকল্পনার করুন সমাপ্তি,ঈদের আগের রাতে উদ্দেশ্যহীন ভ্রমন......"

© লেখকের অনুমতি ছাড়া এই ব্লগে প্রকাশিত কোন লেখা বা তার অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা যাবে না। অনেক পরিকল্পনায় পরিকল্পিত ছিল এইবারের ঈদ...অন্যসব বারের চেয়ে নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার মত এবং সেটা পূরন করার মত স্বাধীন হওয়ার কারনে হয়তো একটু বাড়াবাড়ি রকমের পরিকল্পনা ছিল এইবারের ঈদ নিয়ে......কিন্তু বাড়াবাড়ি রকমের কোন কিছু কোন কালে আমার কপালে থাকেনা......এ যেন আমার প্রতি সৃষ্টিকর্তার জারি করা অলিখিত নিয়ম,..." হে বৎস তুমি পৃথিবী এসেছো,দেখো......নিজ থেকে কিছু করতে যেওনা,তোমার কপালে দুঃখ আছে " এমন অলিখিত নির্মম কটুক্তি অগ্রাহ্য করে আমি কখনো সফল হতে পারিনি....এইবার সব ভুলে কিছু একটা করতে গেলাম,..... এইবারই বা অন্যবারের চেয়ে ভিন্ন হবে কেন......??? যা হওয়ার তাই হল...হার মানতে হল জ্বরের কাছে !!! ঈদের রাতে ঝাপটে ধরা জ্বর গত রাতে ছাড়লো...শালা ! আসার আর সময় পেলিনা,এলি এলি আমার সাথে বন্ধুদের সুখও নিয়ে গেলি !!!! ঊফফফ !!!! রবীন্দ্রনাথের মত যদি আমার শরীরও বিশ্রি রকমের ভাল হত তবে সৃষ্টিকর্তার কিবা ক্ষতি হত !!!! সৃষ্টিকর্তা একেবারে বঞ্চিত করেছে তা কিন্তু না......পরিকল্পিত কিছু করতে দে নাই ঠিক কিন্তু অপরিকল্পিত এমন মজার কিছু সময় উপহার দিয়েছে যা পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়ন হলেও হয়তো যে আনন্দ পেয়েছি সে আনন্দ পেতাম না...ঈদের অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু সে অভিজ্ঞতা যেহেতু জ্বরের তাই ঈদের আগের রাতের অপরিকল্পিত ভ্রমনের অভিজ্ঞতা শেয়ার করি... চাঁদ দেখা গেছে......নরমাল কোন চাঁদ না,ঈদের চাঁদ !!! গ্রামের সাথে যারা পরিচিত তাদের কমবেশি সবাই জানে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরবর্তী দৃশ্যের কথা !!! ছোটদের হইহুল্লোড়......আর বাজি ফুটানোর আওয়াজ !!! একসময় চুটিয়ে উপভোগ করেছি এমন সময়, কিন্তু এতসব দেখেও ঈদের জন্য আলাদা কোন অনুভুতি কাজ করলো না, জোর করেও পারলাম না পুরনো অনুভুতির থেকে সামান্য ভাললাগা ধার আনতে,কিছু সময় মাঝে মাঝে এমন ভাবে সামনে এসে হাজির হয় যখন জোর করেও ছেলেমানুষি স্বভাব আনা যায়না,ধ্রে রাখা যায়না...হঠাৎ করে যেন অনেক বড় হয়ে গেছি বলে মনে হয় , ছেলেবেলার কথা রোমন্থন ছাড়া উপায় থাকেনা...।ছেলেবেলার সব ছেড়ে গেলেও একটি স্বভাব মাঝে মাঝে ফিরে আসে .. ছেলেমানুষি একটি স্বভাব ছেড়ে যায়না !!! ছোটবেলার মত চোখ হঠাৎ হঠাৎ অবাধ্য হয়ে উঠে !!! হাটছি আমি আর নিশান... অনিচ্ছা সত্ত্বেও যাচ্ছি......উদ্দেশ্যে ঈদ উপলক্ষ্যে নিশানের চেহারা জাতে আনার জন্য সেলুন !!! নিজের চেহারাই এমন ভান আনলাম যেন পৃথিবীর উপর এই মুহুত্বে আমার মত বিরক্ত আর কেউ নেই !! নিষেধ করার পরও তা না শুনার কারনেই এই বিরক্তি সেটা বুঝানোর চেষ্টা করলাম নিশানকে...কিন্তু নিশান বুঝলো বলে মনে হলোনা,...বিরক্তি সত্যিই ঘারে ভর করলো যখন দেখলাম ৪-৫ টা সেলুন খুঁজে বসার সিট পাওয়াতো দূরের কথা,তিল ধারনের জায়গা পর্যন্ত ছিল না !! রাস্তায় হাটছি......আমি অনেকটা খুশি মনে মনে,চেহারা জাতে তুলতে না পারায় নিশানের মূখায়বে হতাশা স্পষ্ট !!! মামা বুঝ টেলা,মুরব্বির কথা না শোনার খেসারত !! হঠাৎ একটা বাস দেখে নিশান থমকে দাড়ালো,বললো চল বাসে উঠি...হয়ে যাক উদ্দেশ্যহীন একটা ভ্রমন !! কথাটা যেন মিলে গেল অবচেতন মনের কোন ভাবনার সাথে !!! উঠে পড়লাম গাড়িতে...প্রথম পর্যায়ে ছোট্ট একটু ঝগড়া জানালার পাশে সিটে বসার জন্য ...নিশানকে ছেড়ে দিলাম ফিরে আসার সময় জানালার পাশের সিট আমাকে ছেড়ে দেওয়ার সত্ত্বে !! ততক্ষনে নিশানের চেহারা হতাশার ভাব নাই,নেই আমার মনে শয়তানি খুশি !! কোথায় যাচ্ছি জানিনা,কখন কোথায় নামবো তাও জানা নেই...অজানা গন্তব্য,হাজারো আশংকা......অন্যরকম ভালালাগা !!! গাড়ি ভাড়া চাইতে আসলে বললাম......কোথায় যাব জানিনা,নামার আগে দিব !! গাড়ির এ্যসি্টেণ্টও কিছু বলল না,...যেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার !! হঠাৎ সিন্ধান্ত নিলাম "পারকি চর" যাব...ভাড়া দিয়ে নেমে গেলাম !! ভ্রমন যেহেতু অপরিকল্পিত গাড়িতে নেওয়া সিদ্ধান্ত ঠিকলো না,পরিবর্তিত সিদ্ধান্ত হল নদীর ঘাটে যাব...একটা রিক্সার সাথে ১৫ মিনিট ধরদাম করে ৩০ টাকার ভাড়া ২৫ টাকাতে রাজি করালাম !!! গান করে করে যাচ্ছিলাম...কখনো আর্টসেল,কখনো শিরোনামহীন,কখনো ওয়ারফেইজ এর !!! আমি আর নিশান অবাক হয়ে লক্ষ্য করলাম রিক্সাওয়ালা ভাই আমাদের সাথে আমদের করা গান করছে......অনেক অবাক হলাম,পড়ে ভুল ভাজ্ঞলো যখন বুঝলাম ও গান করছে না,আমাদের সাথে সুর মেলানোর চেষ্টা করছে !! পোছলাম ঘাটে...ধরদাম করা ২৫ টাকার ভাড়া ৩০ টকায় দিলাম.....ঘাটের ছেয়ে বেশী কোথাও কখনো যাওয়ার ইচ্ছে ছিল না ! কিন্তু উদ্দেশ্যহীন ভ্রমন বলে কথা......সিদ্ধান্ত হল নৌকায় চড়ব, যে চিন্তা সেই কাজ...নৌকা,নদী শব্দের সাথে কেম্ন জানি অনেক বেশি আবেগ জড়িত...আক্রান্ত হলাম সে আবেগে ! নদীতে নৌকা চলতে শুরু করার পর সে অসহ্য আবেগ সহ্য করতে না পেরে চিৎকার দিলাম দুউজন একসাথে...আশপাশের কিছু কৌ্তুহলী কিংবা বিরক্তিতেভরা চোখ বিস্ময় নিয়ে আমাদের দেখছিল...সে দিকে দেখার সময় ছিল না,আমরা হারিয়ে গিয়েছিলাম অন্যরকম ঘরে... এইবার আবার নতুন সিদ্ধান্ত... নেভাল যাব !!! আগ্রহের কারোরি কমতি ছিল না !...।নেভালে গেলাম...... এতটা নিরব এবং জনমানবহীন নেভাল দেখার সৌভাগ্য সবার সবসময় হয়না,নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হল...হয়তো নিশানেরো তাই মনে হয়েছে !!!! এমন নির্জন সময় ছিনতায় কারিদের খুবই প্রির এমন চিন্তা মনে আসতে ঘরে ফেরার তাড়া অনুভব করলাম...এবার উদ্দেশ্যহীন নয়...নিজের ঘরে,নাড়ির টানে !!!! যেখানে না ফিরলে নয় !!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।