আমাদের কথা খুঁজে নিন

   

১৪ বছর বয়সী ফিলিস্তিনি বালিকা বাশায়ের শহরের মেয়র।

১৪ বছর বয়সী ফিলিস্তিনি বালিকা বাশায়ের ওথমানের এখন বন্ধুদের সঙ্গে খেলার সময়। কিন্তু এই বয়সে বাশায়ের বিভিন্ন স্থানে বক্তৃতা দিচ্ছে, শহরের নানা কর্মকাণ্ডে স্বাক্ষর করছে, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এসব কাজ করছে পশ্চিম তীরের ছোট্ট শহর আলার-এর মেয়র হিসেবে। অবিশ্বাস্য হলেও সত্যি, ১৪ বছর বয়সী বাশায়ের এই শহরের মেয়র। প্রতিদিন সকালে মিউনিসিপ্যাল অফিসের দিকে ছোটে বাশায়ের।

শুধু আর্থিক বিষয়গুলো ছাড়া শহরের আর সবকিছু তার নিয়ন্ত্রণে। তরুণ-তরুণীদের ক্ষমতায়নের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দু’মাসের জন্য শহরের মেয়র সুফিয়ান শাহীদ ও কাউন্সিলররা তার হাতে দায়িত্ব দিয়েছেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কাউন্সিলররা তাকে পরামর্শ দেবেন। তবে সিদ্ধান্ত বালিকা মেয়র তার ইচ্ছামতো নিতে পারবেন।

বাশায়ের জানায়, প্রথম দিকে লোকজন বয়সের কারণে আমার প্রবল সমালোচনা করেছেন। কিন্তু তারা দেখছেন, আমি কাজ করতে পারছি। এখন তারা আমাকে সম্মান করতে শুরু করেছেন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।