আমাদের কথা খুঁজে নিন

   

সব কথা আজ বিস্মৃত

রশনি মুক্তি কথা ছিল একটি পতাকা পেলে কষ্ট আর বেদনার কবিতা লেখা হবে না। কথা ছিল যুদ্ধ শেষে যুদ্ধশিশু বাঁচবে সসম্মানে দুধে ভাতে। কথা ছিল সার্বভৌম ভূখণ্ডে ভুমিহীনও গাইবে তৃপ্তির গান। সব কথাই আজ বিস্মৃত। আজ মুক্ত বাতাসে মুক্তির আশ্বাসে শান্তির নিঃশ্বাস নেয় না গাজী মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা কিংবা শহীদের আত্মা পায় না ভালবাসার ছিটেফোঁটাও, জাতীয় সঙ্গীতের মাধুর্য ঢেকে দেয় না হাহাকার আর আর্তনাদকে, জাতীয় পতাকা ঢেকে দেয় না উলঙ্গ নারকীয়তার লজ্জাকে, সম্মিলিত সুখ চাষাবাদের ফসলে সমান ভাগ পায় না সবাই, যুদ্ধশিশুরা আজ অবাঞ্ছিত, ভূমিহীন আর পাতা কুড়োনীর দল আজ জীবন্মৃত, স্বাধীনতার ওম আজ সুদূর কল্পনা, অস্তিত্ব টিকিয়ে রাখার এই তীব্র ঠাণ্ডা লড়াইয়ে, চারিদিকে কেবল আক্ষেপ-আতঙ্ক-আশঙ্কা-জীর্ণতা- দৈন্যতা-শুন্যতা। তাই আজও আমায় কষ্ট আর বেদনার কবিতা লিখতে হয়, নিঃশ্বাস আটকে আসে, চোখ জ্বালা করে ওঠে, সব কথাই যে আজ বিস্মৃত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।