কবঠ
এটা আপনার মনের কল্পনা মাত্র। আপনার পরিনতির জন্য আপনি নিজেই দায়ী। যে দানবটিকে বধ করবার উদ্দ্যেশে বাঙ্গালী আপনাকে প্রধান মন্ত্রী বানিয়েছিল প্রধানমন্ত্রী হয়ে সবচাইতে প্রথমে আপনি সেই দানবটিকেই দ্বীগুন শক্তিশালি করে জাতীর কাধে চাপিয়ে দিলেন। তারাই আজ চর্তূদিক থেকে আপনাকে ঘিয়ে ধরেছে আমরা নিরিহ মানুষগুলি আপনার অপ রাজনৈতিক কৌশলের খোরাক হচ্ছি মাত্র। রাজিবের এর কি দোষ ছিল বুবু, যে তাকে পেছন থেকে আক্রমন করে চাপতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হল।
আছিফ মহিউদ্দিনকে কোন অপরাধে বা কার পরামর্শে আপনি কারা রুদ্ধ করলেন। এর কোন সহি উত্তর আপনার কাছে আছে কি? সম্ভবত বলবেন রাজনৈতিক কৌশল করতে গিয়ে ওদের সাময়িক ক্ষতি হয়েছে। অবস্থার পরিবর্তন হলেই সব ঠিক হয়ে যাবে।
সহজ সরল পথের বিকল্প পথ পৃথিবীতে আজ পর্যন্ত আবিস্কৃত হয়নি। কৌশল করতে গিয়েই আপনি কৌশলের শীকার হয়েছেন।
গোড়ায় গলদ রেখে যত ভালো কাজই আপনি করতে চান না কেন, আপনি কিছুতেই জয়যুক্ত হতে পারবেন না। ঐ গোড়ার গলদটি আপনার প্রতিটি পদক্ষেপকে আকড়ে আকড়ে ধরবে। এখন আপনি যেমন সুশীলদের দায়ী করছেন টি, আই, বি কে দায়ী করছেন আসলে তারা কেউ আপনার শত্রু নয়। আপনার শত্রু হলো সেই দানবটি যাকে হত্যা করার জন্যেই মুলত আপনি প্রধান মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সেই দানবটির নাম হলো ধর্ম।
ধর্ম আফিং এর চাইতেও একটি শক্তিশালি নেশা। যা মানুষ থেকে মানুষে ছড়িয়ে দিলে একটি সরকার পতন, সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। হেফাজতের তের দফায় তো প্রথমেই আপনি ও বেগম খালেদা জিয়া বাদ। এই বাদ যাবার কৌশলটাও আপনি নিজে হাতে তৈরি করেছিলেন পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে।
আপনার অবগতির জন্য বলে রাখছি যদি সামনে নির্বাচন আদৌও হয় আর হয়তো কাওকে ভোটই দেব না।
কারণ জামাতবিএনপিকে ঘেন্না করি। শীল যদি মারতেই হয় তো সেটা নৌকায় মারবো এটাই ছিল আমার জীবনের একমাত্র অঙ্গিকার কিন্তু আপনি যা দেখালেন তাতে আমরাও বিব্রত বোধ করছি। শুধুমাত্র ভোট বারাবার লক্ষে পশুশক্তিকে মদদ দিতেও আপনার বাধলো না। ধীক আপনাকে ধীক, ধীক আম্বাদের নোংরা রাজনৈতিক কৌশলের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।