হুমায়ূনের কবরের পাশে গুলতেকিন
----------------------------------------
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন তাঁর সাবেক স্ত্রী গুলতেকিন খান। এ সময় তাঁর সঙ্গে হুমায়ূনের মা আয়েশা ফয়েজ, ভাই জাফর ইকবাল, আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোখসানা আহমেদ ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নুহাশপল্লীতে আসেন। এরপর তাঁরা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। প্রয়াত লেখকের দুই ভাইয়ের স্ত্রী, এক ভগ্নিপতি ও ভাগনে-ভাগনিরাও উপস্থিত ছিলেন।
দুপুরেই তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল। তবে বেলা দুইটা পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করছিলেন।
গত ১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২৪ জুলাই তাঁর মরদেহ নুহাশপল্লীতে দাফন করা হয়। এরপর তাঁর প্রথম পক্ষের সন্তানেরা কবর জিয়ারত করলেও ওই সময় গুলতেকিন যাননি।
নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘হুমায়ূন স্যারের কবর জিয়ারত করার জন্য সব সময় এটা উন্মুক্ত থাকবে।
’
ঈদের আগের দিন চাঁদরাতে দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে এসেছিলেন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। ঈদের নামাজ শেষে শাওন, তাঁর মা-বাবা, বন্ধুবান্ধব, ভক্ত-গুণগ্রাহীরা প্রিয় লেখকের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
লিঙ্ক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।