আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বোনের জ্ঞানের বিশালতায় মুগ্ধ আমি!!!

যে বিশ্বাস নিয়ে একটা ছোট্ট শিশু হেসে ওঠে তাকে পরে ছুড়ে দেয়া হলে, তেমনি বিশ্বাস আমি করি তোমাকে। আমি জানি তুমি দুঃখ কখনও দেবেনা আমাকে। আমার ছোট বোন সবে মাত্র এ-লেভেল পাশ করে দেশের সনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হয়েছে। সেদিন ওকে জিজ্ঞেস করছিলাম কোন কোন সাবজেক্ট আছে এই সেমিস্টারে। ও ইংলিশের কথা বলতে, জিজ্ঞেস করলাম ইংলিশ ক্লাশে কি পড়ানো হয়।

ও বলল কম্পোজিশন শেখানো হয়। বললাম, কি কি কম্পোজ করলি এতদিনে? জানাল, ওদের নতুন একটা প্যারাগ্রাফ লিখতে দেয়া হয়েছিল, “How to break up with someone without feeling guilty?” শুনে আমি কিছুক্ষন চুপ করেছিলাম। এটা আবার কি লিখবে। ওর উত্তর শুনে আমি মুগ্ধ। মনে হল, এত সুন্দর করে গুছিয়ে শুধু বুঝি আমার বোনই কথা বলতে পারে।

সে আমাকে জানাল, প্যারাগ্রাফে সে লিখেছে, ৩ টা স্টেপ ফলো করলে এমনি একটা ছেলে পালিয়ে যাবে। তবে শর্ত হচ্ছে, ৩টা স্টেপই একসাথে চালু রাখতে হবে। স্টেপ ৩টা হচ্ছেঃ 1. Ignore 2. Discussion 3. Blame সে আবার এই ৩টা স্টেপ ব্যাখ্যাও করেছে সেই প্যারাগ্রাফে। 1. Ignore সবার সামনে সেই ছেলেকে avoid/ignore করতে হবে। সে পাশে থাকলে অন্য বন্ধুদের প্রতি বেশি মনযোগী হতে হবে।

ওর সাথে কথা বলা যাবে না। সে যদি আগ বাড়িয়ে অন্যের কথার জবাবে কিছু বলে, তাহলেও ignore করতে হবে, যেন সে কিছুই বলেনি এমন ভাবে থাকতে হবে। মাঝে মাঝে বিরক্তির লুক দিতে হবে। 2. Discussion ছেলেরা discuss করতে খুবই অপছন্দ করে। তাই প্রতিটা কথায় তাকে discussion করতে invite করতে হবে।

সব কিছু নিয়ে discuss করতে হবে। Relationship টা কেন এমন ভাবে চলছে, কি করলে এটাকে টেকানো যাবে, নিজেদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়ে discuss করতে হবে। 3. Blame পৃথিবীর যাবতীয় সব ঘটনার জন্য ছেলেটাকে দায়ী করতে হবে। সেটা ভূমিকম্প হোক, কিংবা বুশকে জুতা মারা হোক, ঘুরিয়ে ফিরিয়ে ছেলেটার উপরই দোষ আনতে হবে। এই ৩টা স্টেপ মেনে চললে, ছেলেটাই ক’দিন পর “ছাইরা দে মা কাইনদা বাচি” বলে ভাগবে।

আর এজন্য নিজের মনেও কোন অপরাধ বোধ কাজ করবে না। সম্পর্কটা যেহেতু ছেলেটা নষ্ট করেছে, তাই বাকিদের কাছেও নিজের ইমেজের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে না। বরং সহানুভূতি পাওয়ার চান্স থাকে। আমার বোনের কথা শুনে আমি হা হয়ে ছিলাম কিছুক্ষন। এইটুকু পিচ্চি মেয়ের কথা শুনে আমি টাসকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।